Spread the love

অফিস যাওয়ার সাজগোজ ঠিক কেমন হওয়া উচিত, বুঝে উঠতে পারেন না অনেকেই। ফাউন্ডেশন লাগানো উচিত কিনা, লিকুইড আইলাইনার নাকি শুধু কাজল পেনসিল, লিপস্টিকের রঙ কতটা হালকা বা ডিপ রঙের হবে, মাথার মধ্যে এরকম অনেক প্রশ্ন আর সংশয় কাজ করে আপনারও? তাহলে জেনে নিন, ঠিক কেমনভাবে অফিসের জন্য মেকআপ করবেন…

খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে, আপনার ময়েশ্চরাইজারটি মেখে নিন। তারপর মাখুন সানস্ক্রিন। দিনের বেলা বাইরে বেরোনো মানে কিছুতেই ভোলা যাবেনা সানস্ক্রিনকে।

  1. প্রথমে প্রাইমার লাগিয়ে নিন।
  2. ফাউন্ডেশনের পরিবর্তে বেছে নিন বিবি ক্রিম বা সিসি ক্রিমও লাগাতে পারেন। এতে স্কিন নিখুঁত দেখাবে।
  3. এরপর ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
  4. বেসটা সেট করার জন্য কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন।
  5. আইব্রো পেনসিল দিয়ে ভুরুটাকে একটু সেট করে নেবেন।
  6. চোখের পাতায় লাগান মাস্‌কারা।
  7. হালকা করে গালে একটু ব্লাশ লাগিয়ে নিন।
  8. নিউড কালারের একটা লিপস্টিক পরুন। ম্যাট লিপস্টিক হলে বেশি ভালো হয়।
  9. শেষে পুরো মুখে একটা মেকআপ ফিক্সিং স্প্রে ব্যবহার করুন।
  10. আর চুলের জন্য বেছে নিন মাইল্ড হেয়ার পারফিউম, যাতে চুল ম্যানেজ করতে অসুবিধা না হয়।

অফিসে যাওয়ার জন্য ঠিক এইভাবে মেক-আপ করলে চোখে লাগবে না, অথচ ঝলমলে, সুন্দর আর কনফিডেন্ট দেখাবে আপনাকে। মেক-আপ শুধুমাত্র আপনার মুখের সৌন্দর্যই বাড়ায় না, এটি আপনাকে কাজের ক্ষেত্রে একটা পজেটিভ এনার্জিও দিতে পারে।

About Author
Adwitiya Magazine
View All Articles
Check latest article from this author !
নিউ ইয়ার পার্টি লুক
ফুলকপি ঘি রোস্ট
ফুলকপির যত গুণ

Related Posts