আগেকার সময়ে অনেকেই কাঁচের চুড়ি পরতে ভীষণ ভালোবাসতো। কোনও অকেশন এলেই এক হাত করে কাঁচের চুড়ি পরে নিত। এখন আর সেই চল প্রায় নেই বললেই চলে। তবে অনেকেই পুরোনো কাঁচের চুড়িগুলো সযত্নে রেখে দিয়েছেন। আজ সেগুলো দিয়েই একটা নতুন জিনিস কীভাবে বানানো যায়, সেটাই জানবো।
কাঁচের চুড়ি দিয়ে ওয়াল-হ্যাঙ্গিং
উপকরণঃ
কাঁচের চুড়ি,
উল,
কাঁচি,
আঠা।
পদ্ধতিঃ
কয়েকটা কাঁচের চুড়ি নিয়ে পছন্দমতো রঙের উল দিয়ে মুড়িয়ে নিন। চুড়ির উপর আঠা লাগিয়ে তবেই উল জড়ান। নিজের ইচ্ছে মতো ডিজাইন করার জন্য চুড়িগুলোকে পাশাপাশি বা কোণাকুণি সাজিয়ে একটাকে অন্যটার সঙ্গে আঠা দিয়ে জুড়ে দিন। এরপর এক টুকরো উল কেটে যে কোনও একটা দিকে হ্যাঙ্গিং এর জন্য উল-টা ব্যবহার করুন। আর ডেকরেশনের জন্য বা আরও সুন্দর লুক দেওয়ার জন্য আপনি আর্ট পেপার, কালারিং বিডস্, স্টোন ইত্যাদি ব্যবহার করতেই পারেন।
তাহলে আপনার পছন্দের চুড়িগুলো আর ফেলতে হবে না। বরং এরকম নতুন নতুন রূপ দিয়ে আপনার বাড়িতেই রেখে দিন।