jamdani

কথা মতো জন্মদিনে চমক দিলেন করণ জোহর

আজ জন্মদিন করণ জোহরের। প্রতিবারই তিনি তাঁর জন্মদিনে কিছু না কিছু চমক রাখেন। এই বছর জন্মদিনের একদিন আগে মানে গতকালই তাঁর ধর্মা প্রোডাকশনের তরফে সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়েছিল ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’র প্রথম ঝলক দর্শকদের সামনে আনা হবে। কথা মতোই মুক্তি পেল রকি আর রানির লুক। শুধু তারাই নয়, তাদের সঙ্গে দুইজনের পরিবারও হাজির প্রথম ঝলকের বিভিন্ন পোস্টারে। প্রায় বছর ৫ পর আবার পরিচালনার সিটে করণ জোহর। তিনি মানেই রোম্যান্টিক ম্যাজিক। এবার রণবীর সিং এবং আলিয়া ভাটকে নিয়ে কোন ম্যাজিক দেখান তার অপেক্ষায় দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

তবে প্রথম দর্শনে রানিরূপে আলিয়া ‘হা’ হয়ে গিয়েছেন। কারণ রকির  লুক! খোলা বোতামের শার্ট, যার ভিতর থেকে উঁকি দিচ্ছে মসৃণ উন্মুক্ত বুক- রণবীরের এমন লুকে ‘হা’ না হয়ে কি থাকতে পারেন আলিয়া! নিজের জন্মদিন আর ফিল্মি কেরিয়ারের ২৫ বছর পূর্তি হিসেবে  এইভাবেই রকি-রানির সঙ্গে পরিচয় করালেন পরিচালক।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

প্রাণোচ্ছল আলিয়া সঙ্গে আরও চনমনে অবতারে ধরা দিলেন রণবীর।  ফার্স্টলুকের নানা পোস্টারে ধরা পড়ল রকি-রানির রোম্যান্স। যা দেখে নেটদুনিয়ায় ইতিমধ্যেই শোরগোল। জন্মদিনের পাশাপাশি সিনেমার জন্য  শুভেচ্ছায় ভরিয়েছেন করণ জোহরকে সকলে। ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’র ঘোষণা করার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। এর নেপথ্যে অবশ্যই মূল কারণ- কাস্টিং। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন। তাঁদের সঙ্গে স্ক্রিন ভাগ করেছেন বাংলার দুই অভিনেতা টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। আলিয়া ছবিতে বাঙালি পরিবারের মেয়ে। ‘গাল্লি বয়’ ছবির পর ফের জুটি বাঁধলেন রণবীর এবং আলিয়া। করণ-রণবীর-আলিয়ার ম্যাজিক দেখতে অপেক্ষা ২৮ জুলাই পর্যন্ত।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes