jamdani

শীতে চুলের সমস্যায় জেরবার! জানুন উপায়

শীতের শুরু থেকেই ত্বকের মতো চুলও শুষ্ক হয়ে পড়ে। মাথার ত্বক শুকিয়ে যাওয়াই এর কারণ। তেল নিঃসরণ কমে যাওয়ায় চুলের বাইরের স্তর শুকিয়ে যায়, ফলে চুল রুক্ষ আর নিস্তেজ হয়ে পড়ে। তাই শীতে চুলের বিশেষ নারিশমেন্ট প্রয়োজন। অদ্বিতীয়ায় রইল তারই কিছু টিপস।

  • যাঁদের চুল শুকনো তাঁদের সমস্যা প্রচুর। তাই নিয়ম করে তেল মাখুন। সঙ্গে ইউজ করুন ‘হেয়ার টনিক’ও।
  • মাসাজ করুন ‘ক্লকওয়াইজ’ ও ‘অ্যান্টিক্লকওয়াইজ’।
  • সপ্তাহে তিনদিন ব্যবহার করুন রিঠা, পাতিলেবুর রস, মধু, চায়ের লিকার মিশ্রিত উপাদানটি। এতে চুল মসৃণ হয়ে উঠবে।
  • খুসকির সমস্যা থাকলে ১/২ কাপ নারকেল তেলে ১ চামচ কর্পূর মিশিয়ে সারারাত রেখে দিন। পরদিন এই তেল হালকা গরম করে মাথায় লাগান।
  • এছাড়া ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল, নারকেল তেলের মিশ্রণ।
  • চুল ট্রিম করুন দু’মাস অন্তর। এতে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা থাকবেনা।
  • চুল ভালো রাখতে অবশ্যই ডায়েটে রাখুন ফল, তাজা সবজি, স্প্রাউট, দুধ।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes