jamdani

এই শীতে সাক্ষী থাকুন তুষারপাতের

পৌষের হিমেল হাওয়া জানান দিচ্ছে যে শীতকাল এসে গেছে। মেঘলা রোদ্দুর আর ফুরফুরে হাওয়া মিলেমিশে থার্মোমিটারের পারদ ক্রমেই নামিয়ে আনছে। এই সময়টা হল ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। গ্রীষ্মকালে হিল স্টেশন ঘুরতে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনও ভেবে দেখেছেন, শীতকালে ঠাণ্ডার জায়গা ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা কেমন হবে!
চারিদিকে দুধ সাদা বরফ আর তার মাঝখানে আপনি। ভারতের মত গ্রীষ্মকালীন দেশে এমন অভিজ্ঞতা যথেষ্টই রোমাঞ্চকর। তাই আজ আমাদের পক্ষ থেকে রইল কিছু শীতল জায়গার খোঁজ। যেখানে আপনি স্বপরিবারে যেতে পারেন। আর নব দম্পতিদের জন্য এমন তুষারাবৃত নিভৃতে মধুচন্দ্রিমা যাপন করা নিঃসন্দেহে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা। আর দেরি না করে আজই প্ল্যান করে ফেলুন এই জায়গাগুলো ঘুরে আসার।

 

গুলমার্গ: ভারতের ভু-স্বর্গ জম্মু ও কাশ্মীরে পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জলে অবস্থিত গুলমার্গ। সারা শীতেই বরফের চাদরে ঢেকে থাকে এই উপত্যকা। এখানে তাপমাত্রা কখনও-কখনও -৮ ডিগ্রিতে নেমে যায়। প্রিয় মানুষটির সঙ্গে তুষারপাতের সাক্ষী হতে চাইলে গুলমার্গ আপনার ঘোরার জন্য আদর্শ জায়গা।


মানালি: শীতে সর্বাধিক জনপ্রিয় ভ্রমণস্থান হল মানালি। বছরের এই সময়ে এখানে বরফে ঢেকে যায়। চাইলে আপনিও পার্টনারকে সঙ্গে পৌঁছে যেতে পারেন হিমাচলের এই শহরে। আর সাক্ষী থাকতে পারেন এই জায়গার ধুসর সৌন্দর্যের।

ইয়ামথাং: বরফ দেখতে চান, অথচ দূরে যেতে চান না। তাহলে এই জায়গা আপনাকে ঘুরতে আসতেই হবে। শীতকালে ঘরের কাছে সিকিমের ইয়ামথাং গেলেই আপনি হাতের মুঠোয় বরফ পেয়ে যাবেন। কম সময় এবং কম খরচে আপনি অনায়াসে এখানে ঘুরে আসতে পারেন।

তাওয়াং: উত্তর ভারত অরুণাচলের তাওয়াংয়েও আপনি তুষারপাতের সাক্ষী হতে পারবেন। শীতের এই সময় তাওয়াংয় ঢেকে যায় বরফে। চাইলে আপনিও পরিবারের সঙ্গে এখানে কোয়ালিটি টাইম কাটাতে পারেন।


আউলি: উত্তরাখণ্ডের অনেক জায়গাই শীতে তুষারাবৃত থাকে। কিন্তু সঙ্গিনী নিয়ে একান্তে পাহাড়ের কোলে ডুব দিতে চাইলে মধুচন্দ্রিমা কাটিয়ে আসুন আউলি থেকে। আর চিরস্মরণীয় করে রাখুন আপনার জীবনের বিশেষ রোম্যান্টিক মুহূর্তগুলো।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes