jamdani

গরমে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন?

কথাতেই আছে পুরনো চাল নাকি ভাতে বাড়ে। সেই প্রবাদের পুরোটা সত্যি না হলেও, কিছুটা সত্য। তাই আজও মা, ঠাকুমাদের বেশ কিছু ঘরোয়া টিপস চলতে ফিরতে কাজে লাগে । যার মধ্যে অন্যতম ত্বক চর্চা, গরমে ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে যখন আপনি নাজেহাল, তখন ঘরোয়া টোটকায় ঠিক করুন সেই সমস্যা। নীচে রইল তারই টিপস।

  • গরমে সবচেয়ে বেশি সমস্যা সানট্যানটক দই, চালেরগুঁড়াে কাঁচা হলুদ একসঙ্গে মিশিয়ে একটা প্যাক তৈরি করে সানট্যানের ওপর লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভিজে হাতে ঘষে ধুয়ে ফেলুননিয়মিত কিছুদিন এই প্যাক ব্যবহার করলে সানট্যানের সমস্যা অনেক কমে যাবেত্বকের জেল্লাও বাড়বে।
  • মােটা দানার চিনি, লেবুর রস মিশিয়ে ট্যানের ওপর লাগিয়ে নিন। চিনি যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ঘষতে থাকুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। লেবুর রস ট্যান রিমুভ করতে সাহায্য করবে।
  • পুদিনাপাতা বেটে সানট্যানের ওপর লাগিয়ে নিন। ত্বকের কালাে ছােপ কিছুদিনের মধ্যে দূর হয়ে যাবে।
  • রােদে পুড়ে ত্বকে যদি কালাে ছােপ পড়ে যায়, একটা টম্যাটো চটকে নিয়েও লাগাতে পারেন। নিয়মিত লাগালে কালাে ছােপ অনেক হালকা হয়ে যাবে। 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes