jamdani

কী থাকবে কনে আর তার মায়ের বটুয়াতে

বিয়ের মতো এত বড়ো লাইফটাইম ইভেন্টে প্রত্যাশিত বা অপ্রত্যাশিতভাবে নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর তখন টুকিটাকি জিনিসের প্রয়োজন হয়ে পরে। আবার সেগুলো খুঁজে না পেলে অনুষ্ঠানের বাড়িতে বেশ সমস্যাও হয়। তাই এমন অবস্থার সামাল দিতে হাতে রাখুন একটি হাতব্যাগ বা সুদৃশ্য বটুয়া। জীবনের এই বিশেষ দিনটিতে আপনার সাজে ভ্যালু অ্যাড করবে এই ডিজাইনার বটুয়া। এতে গুছিয়ে রাখুন কিছু প্রয়োজনীয় জিনিস যা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। সাত পাক হোক কিংবা শুভদৃষ্টি, এই জিনিসগুলো হাতের কাছে থাকলে আপনি কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। সঙ্গে আপনার মায়ের হাতেও রাখুন একটি জরি বা সিকুয়েন্সের কাজ করা নয়নভোলানো বটুয়া। মা–মেয়ের এই ফ্যাশান যুগলবন্দী বিয়েতে যোগ করবে নতুন ফ্যাশান স্টেটমেন্ট।

কি থাকবে কনের বটুয়াতে –
মোবাইলঃ প্রথমেই যে জিনিসটার সবথেকে বেশি দরকার হয় তা হল ফোন। যোগাযোগের এই একমাত্র মাধ্যমকে সঙ্গে রাখুন সবার আগে। বিয়েতে নিমন্ত্রিত ফ্রেন্ডস এবং কলিগদের পথ নির্দেশিকা দেওয়া থেকে অন্য কোন প্রয়োজনে কানেক্টেড থাকার জন্য এই যন্ত্রটিকে সবসময় রাখুন হাতের কাছে।
মোবাইল ফোন চার্জারঃ ফোন যেমন জরুরি, ঠিক ততোটাই প্রয়োজনীয় হল ফোনের চার্জার। ব্যাস্ততার দিনে সময় করে ফোন চার্জ দেওয়া হয় না। আর তাই সঙ্গে রাখুন চার্জার, যা আপনার ফোন বন্ধ হওয়ার আশঙ্কা দূর করবে।
হাত আয়নাঃ ছোট্ট একটি হাত আয়না বটুয়াতে রাখতে ভুলবেন না। প্রয়োজনে এই ছোট্ট সঙ্গির সাহায্যে নিজেই টাচ-আপ করে নিতে পারবেন। আর রাখুন কয়েকটি কটন বাডস। দরকার মতো হাত আয়নায় দেখে বাডস দিয়ে স্মাজড আইলাইনার ঠিক করে নিতে পারবেন।
লিপস্টিকঃ যে কোন অনুষ্ঠানে সাজের একটা বড় অঙ্গ হল লিপস্টিক। আপনার ড্রেসের সঙ্গে মানানসই রঙের লিপস্টিক আপনাকে নিঃসন্দেহে আরও সুন্দর করে সাজিয়ে তুলবে। তাই এইটা রাখতে ভুলবেন না আপনার বটুয়াতে। প্রয়োজনমতো হাত আয়না দিয়ে মেকআপ টাচ-আপের সময় একবার লিপস্টিকটাও দেখে নেবেন।
পারফিউমঃ বিয়ের দিন কনেকে অনেকটা সময় ধরে নানারকমের রিচুয়ালের মধ্যে দিয়ে যেতে হয়। আবার সামাল দিতে হয় অতিথিদের ভিড়। এর মাঝে নিজের ওপর দু-একবার পারফিউম স্প্রে করলে, নিজেকে সতেজ রাখতে পারবেন। তাই মনে করে পছন্দের সুগন্ধিটি গুছিয়ে রাখুন আপনার বটুয়াতে।

কি থাকবে কনের মায়ের বটুয়াতে
মেডিসিনঃ বিয়ে বাড়ির হইচইতে মেয়ের স্বাস্থ্যের চিন্তা মা ছাড়া আর কেই বা করবে। তাই পারিবারিক ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ রাখুন হাতের কাছে। যেমন, সারাদিনের ঝক্কি সামলাতে মাথা ব্যথার ওষুধ বা অসময়ে খাবার হজম করাতে এন্টাসিড। আবার কোন পেটের অসুখের সঙ্গে লড়তে ওআরএস পাউডার। এছাড়াও অনেকের গন্ধ থেকে অ্যালার্জি থাকে। এর প্রতিকার হিসেবে সঙ্গে রাখুন অ্যালার্জি পিল।
ব্লটিং পেপারঃ মেয়ের প্রয়োজন মা ছাড়া আর কে-ই বা বুঝবে। বিয়ের কনে বটুয়াতে যেমন থাকার প্রয়োজন মেকআপের সামগ্রী। তেমনই বিয়ের সময় মেয়ের সুবিদার জন্য মায়ের বটুয়াতে মেকআপ রিমুভার রাখার প্রয়োজন। ব্রাইডাল স্টুডিও থেকে অসামান্য মেকআপ করালেও, রাতে অনুষ্ঠান শেষে আপনার মেয়ের মেকআপ তুলতেই হবে। এই সময় কাজে আসবে আপনার বটুয়াতে রাখা ব্লটিং টিস্যু। এছাড়াও, অকেশনের মাঝে যদি আইলাইনার বা মাসকারা খানিকটা স্মাজ হয়ে যায়, তাহলে ব্লটিং টিস্যু দিয়েও সামাল দিতে পারবেন।
স্টেন রিমুভারঃ অনুষ্ঠান বাড়িতে অনেক কাজের ভিড় থাকে। সঙ্গে থাকে তাড়াহুড়ো। এই সময় ড্রেসে কিছু লেগে যাওয়া অস্বাভাবিক নয়। তাই হঠাৎ হওয়া এমন অঘটন থেকে বাঁচতে কাছেই রাখুন স্টেন রিমুভার।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes