jamdani

শীতকালে বিয়েবাড়ি বা পার্টিতে কীরকম মেকআপ করবেন?

শীতকাল মানেই বিয়েবাড়ি আর পার্টির মরশুম। আর মেকআপটাও তাই দরকার সেরকমই। তবে যেহেতু শীতকালে স্কিন ড্রাই হয়ে পড়ে। আর স্কিন ড্রাই হওয়া মানেই মেকআপ ভালো মতো সেট হয় না। যা বেশ সমস্যাদায়ক। শীতের মেকআপ নিয়ে রইল কিছু টিপস।

  • শীতকালে রাতের পার্টিতে যাওয়ার সময় যে-কোনও মেক-আপের আগে ভালো করে ক্রিম বেসড ময়শ্চরাইজার মেখে নাও। এতে ত্বকের শুষ্ক ভাবটা দূর হবে আর মেকআপটা ভাল করে স্কিনে বসবে।
    • এরপর প্রাইমার লাগাও। প্রাইমারের পরিমাণ যাতে খুব অল্প হয়। সারা মুখে সেটা ঠিকমতো ব্লেন্ড করে নাও।
    • এরপর স্কিন-টোন অনুযায়ী ফাউন্ডেশন বা মুজ ফাউন্ডেশন ব্যবহার করো।
    • অল্প পরিমাণ কম্প্যাক্টের টাচ-আপ দাও। কারণ শীতকালে বেশি কম্প্যাক্ট দিলে আবার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
    • মুখের ত্বকে একটা গ্লো আনতে ফেস সিরামও ব্যবহার করতে পার।
    • এরপর আইব্রো পেনসিল দিয়ে ভুরুর শেপটা ঠিক করে নাও।
    • রাতের বিয়েবাড়ি বা পার্টি মেক-আপে চোখ ও ঠোঁটের মেক-আপ খুবই গুরুত্বপূর্ণ। তাই চোখে জেল ওয়াটারপ্রুফ লাইনার ব্যবহার করতে পার।
    • এক্ষেত্রে আই শ্যাডোটা নির্ভর করবে তোমার পোশাকের রংয়ের উপর। তবে এখন ম্যাট আইশ্যাডোরই চল বেশি।
    • যাদের চোখ একটু ছোট, তারা চোখের উপরে লাইনার লাগাও। আর চোখের তলায় কাজল একদমই না। তবে চোখ বড়ো হলে দুটোই চলতে পারে।
    • এরপর লাগাও কার্লিং এফেক্ট আনা কোনও মাস্কারা।
    • লং-লাস্টিং ম্যাট লিপস্টিকের যে-কোনও ডার্কশেড রাতের ইভেন্টের জন্য দারুণ পারফেক্ট। তার আগে লিপ বামে ঠোঁট ভিজিয়ে রাখো অন্তত ঘণ্টাখানেক।
    • গালে ন্যুড কালার বা পিচ কালারের ব্লাশার লাগাও। এতে মুখটা প্রমিনেন্ট হবে।
    • কোনও দাগ থাকলে কনসিলার দিয়ে সেটা ব্লেন্ড করে নাও।
    • সবশেষে অনেকক্ষণ মেক-আপ স্টে করাতে মেক-আপ ফিক্সিং স্প্রে দিতে পার।

শীতকালে বেশি অনুষ্ঠান থাকে ঠিকই, তবে এই টিপসগুলো বছরের যে-কোনও সময়ের রাতের ইভেন্টের জন্যও একইরকম প্রাসঙ্গিক।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes