jamdani

চড়ে চৌপাট কনের বর বদল

এক চড়ে সব চৌপাট! তাও আবার বিয়ের ঠিক একদিন আগে। হ্যাঁ, এদেশেরই ঘটনা। তামিলনাড়ুতে মূল বিয়ের ঠিক আগের দিন ডিজে বসিয়ে চলছিল নাচাগানার আসর। বলা বাহুল্য, বর ও কনে (পড়ুন তখনও হবু) দুজনেই জুটি বেঁধে সেই নাচের আসরে। নাচও চলছিল বেশ। কিন্তু তাল কাটল তার কিছুক্ষণ পর। কারণটা ঠিক কী এতদূর থেকে বোঝা মুশকিল। নিমেষের মধ্যে মাথা গরম না ভুল স্টেপস ঈশ্বর জানেন! বর কষিয়ে এক চড় হাকালো হবু বউকে! ব্যস সব চুড়মার। চৌপাট বিয়ে, হবু বর পেশায় ইঞ্জিনিয়ার, হবু বউও কম যান না। পানরুতি থেকে পোস্ট গ্রায়জুয়েট। মানে লাগবে না? এত বড় সাহস! বিয়ের আগের দিন হবু বরের এত ঔদ্ধত্ব! বিয়ে করলে না জানি কী হবে! অতএব এক্কেবারে কনের অ্যাবাউট টার্ন।

এত জাঁকজমক, চারপাশে লোকজন, তা হলে বিয়েটার কী হবে? বিয়ে হল বটে শেষপর্যন্ত। কনের পরিবার অবশ্য তাঁদের মেয়ের পাশেই দাঁড়ালেন, উপায়ও বেরোল, নিমন্ত্রিতদের মধ্যেই ছিল হবু কনের সম্পর্কে এক ‘তুতোভাই’ (মাসতুতো, পিসতুতো না খুড়তুতো জানা যায়নি) তাঁর সঙ্গেই বিয়ে হল মেয়েটির। চড়, থাপ্পড়, বর বাতিলের পরও ‘হ্যাপি এন্ডিং’।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes