jamdani

বিয়ের কমপ্লিট গাইড লাইন – প্রথম পর্ব

আপনি দাঁড়িয়ে আছেন নতুন জীবন শুরু হওয়ার দোরগােড়ায়কড়া নাড়ছে অফুরন্ত স্বপ্নআপনার বিয়েটি সারা জীবনের জন্য হয়ে থাকবে মধুরতম স্মৃতিআর সেই জন্যই প্রয়ােজন সঠিক প্ল্যানিং এবং সিদ্ধান্ত গ্রহণের। আমাদের দেওয়া ওয়েডিং গাইড লাইন ফলাে করুন স্টেপ বাই স্টেপবিয়ের অনুষ্ঠান কমপ্লিট করুন পারফেকশনের সঙ্গে। 

বিয়ের দিন নির্বাচন 

পরিবারের পুরােহিতই দায়িত্ব নিয়ে বিয়ের দিন ও ক্ষণ ঠিক করেনকিন্তু মাথায় রাখতে হবে পরিবারের অন্য কোনও অনুষ্ঠানের সঙ্গে যেন বিয়ের দিনের ক্ল্যাশ না তৈরি হয় এবং এমন সময়ে ডেট ঠিক করতে হবে, যখন অতিথিরা অনায়াসে বিয়েবাড়ির অনুষ্ঠানে যােগ দিতে পারেন। 

বিয়ের বাজেট 

বিয়ের প্ল্যানিং-এ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বাজেট ঠিক করাতাই বাবামায়ের সঙ্গে কথা বলে সর্বপ্রথম ঠিক করুন টোটাল বাজেটক্ষেত্রে সাহায্য নিতে পারেন কোনও সদ্যবিবাহিত বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে। 

. সমস্ত প্রকার খরচের জন্য একটি বাজেট ফাইল মেইন্টেন করুন। 

. আর্জেন্ট এবং অপশনাল খরচের একটি তালিকা তৈরি করুন। 

. তালিকা অনুযায়ী তৈরি করুন কোন খাতে কত খরচ হতে পারে। 

এনগেজমেন্ট 

বিয়ের সমস্ত আচারঅনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম অনুষ্ঠান হল এনগেজমেন্টপ্রথা অনুযায়ী, এই দিন হবু বর ও কনে একে অপরকে আংটি পরায়। তাই 

এনগেজমেন্ট অনুষ্ঠানের বেশ কিছুদিন আগেই আংটি দুটি কিনে ফেলুন। কারণ, হবু বর ও কনেটি অনুষ্ঠানের আগে আংটির সাইজ পরীক্ষা করে নিতে পারবেন। 

গেস্ট লিস্ট 

ভেনু, অ্যাকোমােডেশন, ক্যাটারিং এবং বাজেটের কথা মাথায় রেখে গেস্ট লিস্ট তৈরি করে ফেলুনদুই ধরনের লিস্ট তৈরি করুনএকটিতে রাখুনআত্মীয়পরিজনের নাম এবং অন্যটিতে রাখুন বন্ধুবান্ধবের নাম। 

নিমন্ত্রণপত্র 

আজকাল বিভিন্ন ধরনের কার্ডের ডিজাইন মার্কেট থেকে পাওয়া যায়। তবে যুগ বদলেছেআজকাল নিমন্ত্রণপর্ব মেল, ফেসবুক বা হােয়্যাটসঅ্যাপেই মিটে যায়তাই নিমন্ত্রণপত্রের একটি সফট কপিও বানিয়ে রাখুননিমন্ত্রণপত্রে অতিথিদের সুবিধার জন্য ভেনুর একটি ছােটো ম্যাপ দিয়ে রাখতে পারেন। 

সার্ভিস প্রােভাইডার 

বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার পর সমস্ত সার্ভিস প্রােভাইডারের (ক্যাটারার, ফোটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ফুলের দোকান, ডিজে প্রভৃতি) সঙ্গে রেট নিয়ে নেগােসিয়েট করতে শুরু করুনখেয়াল রাখুন বেস্ট সার্ভিস পাওয়ার দিকে। 

ক. প্রতিটি ক্যাটাগরির জন্য একটি নির্দিষ্ট সার্ভিস প্রােভাইডারের সঙ্গে কথা না বলে অন্য প্রােভাইডারদের সঙ্গেও কথা বলুনসবার থেকে রেটের কোটেশন নিয়ে আপনার সুবিধা অনুযায়ী বুক করুন। 

. কখনও নগদ টাকায় অ্যাডভান্স বুক করবেন না। 

. সমগ্র অনুষ্ঠানের জন্য আপনি একটি ইভেন্ট ম্যানেজারের সঙ্গে যােগাযােগ করতে পারেনসমস্ত সার্ভিস প্রােভাইডার বিয়ের কমপক্ষে ছয় মাস আগে। 

**পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন অদ্বিতীয়া পেজ-এ 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes