jamdani

বিয়ের কমপ্লিট গাইড লাইন – দ্বিতীয় পর্ব

বিয়ের দিন নির্বাচন থেকে শুরু করে বিয়ের বাজেট, এনগেজমেন্ট, গেস্ট লিস্ট, নিমন্ত্রণপত্র, সার্ভিস প্রােভাইডার কত কিছুই না রয়েছে তালিকায়। তারপরেও ঠিক করতে হবে ভেনু, ক্যাটারিং, পুষ্পসজ্জা, ফটোগ্রাফি আরও কত কি… আজ বিয়ের কমপ্লিট গাইড লাইনে রইল তারই হদিশ…

ভেনু 

মূলত বিয়ের থিম, অতিথিদের সংখ্যা, ইনডাের নাকি আউটডাের সবের উপর নির্ভর করছে ভেনু। 

. বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার পরে ভেনু ঠিক করুন। 

. ভেনুর সিটিং ক্যাপাসিটি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, পার্কিং স্পেস, ইলেকট্রিসিটি ব্যবস্থা, পাওয়ার ব্যাকআপ এবং ফায়ার সেফটি আছে কিনা অবশ্যই চেক করে নিন

. বিয়ের কমপক্ষে এক মাস আগে সমস্ত বুকিং লিখিতভাবে কনফার্ম করুন। 

. বিয়ের দুদিন আগে ভেনু পরিদর্শন করে আসুন। 

ক্যাটারিং 

ক্যাটারিংয়ের জন্য আপনি হােটেল, ব্যাঙ্কোয়েট অথবা প্রাইভেট ক্যাটারারদের সঙ্গে যােগাযােগ করতে পারেনপ্রয়ােজন অনুযায়ী পদক্ষেপ করুন। 

ক. কাটলারি ও ক্রকারি, ফার্নিচার, লিনেন এবং ন্যাপকিন পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কিনা ভাল করে পরীক্ষা করে নিন। 

. আপনার প্রয়ােজন অনুযায়ী যে সমস্ত সামগ্রী ক্যাটারারের পক্ষ থেকে প্রােভাইড করা হবে না, সেগুলি আগে থেকে অর্ডার করুন। 

. সমগ্র সার্ভিস হাইজিন আছে কিনা, তা পরীক্ষা করে নিন। 

. বিয়ের দিন ক্যাটারিং সাভির্সের জন্য পরিবারের কাউকে তদারকি করার জন্য দায়িত্ব দিন। 

পুষ্পসজ্জা 

সর্বপ্রথম একজন মালাকারের সঙ্গে যােগাযােগ করুন। থিম বেছে নিয়ে ভেনুর কতখানি জায়গা জুড়ে আপনি ফুল দিয়ে সাজাতে চান, সেটা ঠিক করে ফেলুনপাশাপাশি ফাইনাল করুন কী কী ফুল দিয়ে আপনি ডেকরেশন করতে চান। আর আপনি যদি বরপক্ষ হন, তবে মাথায় রাখতে হবে বরের গাড়ি সাজানাের দিকটাও। 

ফোটোগ্রাফি 

আপনার এই মধুর দিনটির প্রায় প্রতিটি মুহূর্তকে ফ্রেম বাই ফ্রেম স্মৃতির মানসপটে তুলে রেখে দেবে ফোটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতাই এই ডিপার্টমেন্টের সঙ্গে কোনও প্রকার কম্প্রেমাইজ করা উচিত হবে না। 

ক. আত্মীয় বা বন্ধুদের থেকে রেফারেন্স নিয়ে অভিজ্ঞ ফোটোগ্রাফার বুক করুন। 

. বিয়ে, বিয়ের আগের অনুষ্ঠান এবং বিয়ের পরের অনুষ্ঠানের তারিখ জানিয়ে দিন ফোটোগ্রাফারকে। 

. প্রত্যেকটি অনুষ্ঠানের পছন্দের মুহূর্তগুলি তালিকাভুক্ত করুন এবং সেই তালিকা তুলে দিন ফোটোগ্রাফারের হাতে

. যদি কোনও বিশেষ মিউজিক বা এফেক্টস পছন্দের হয়, সেগুলি নিয়ে ভিডিও টেকনিশিয়ানের সঙ্গে আলােচনা করে নিন আগেভাগে। 

অ্যাকোমােডেশন 

বিয়েবাড়ি মানেই আত্মীয়স্বজনদের ভিড়কিন্তু তাঁদের থাকবার ব্যবস্থা করতেই হিমশিম খেতে হয় পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষের বাড়ির লােকেদের। তাই 

আগে থেকেই অতিথিদের অ্যাকোমােডেশন ঠিক করে ফেলুন। 

ক. বরযাত্রী কতজন আসতে পারেন, সেটি পাত্রের বাবা-মায়ের থেকে অনুরােধ করে জেনে নিন। সেই অনুযায়ী তাদের অ্যাকোমােডেশনের ব্যবস্থা করুন। 

. বাড়ির কাছাকাছি হােটেলের কিছু রুম অগ্রিম বুক করে রাখুন। 

. প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে রাখুন অতিথিদের অ্যাকোমােডেশনের ব্যাপারে। 

কেনাকাটা 

বিয়েতে পরা পােশাকই কিন্তু বর কনের ব্যক্তিত্ব এবং স্টাইল সেন্স ফুটিয়ে তােলে। 

. কনটেম্পােরারি স্টাইল এবং ট্রেন্ডসের জন্য ওয়েডিং ম্যাগাজিন স্ক্যান করে নিয়ে দোকানে যান। 

. হাতে যথেষ্ট সময় নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করুন। 

. পােশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুতাে, ব্যাগ ও অন্যান্য অ্যাক্সেসরিজ কিনুন। 

. অল্টারেশন এবং ফাইনাল ফিটিংয়ের জন্য হাতে সময় রাখুন। 

জুয়েলারি 

বংশানুক্রমে মেয়েরা কিছু গয়না পেয়েই থাকে। তবে রেপুটেড জুয়েলারি দোকান থেকে কিনে ফেলুন কনটেম্পােরারি ও ট্রেন্ডি জুয়েলারি। একটি তালিকা তৈরি করুন পছন্দ অনুযায়ীতার পর একের বেশি রেপুটেড দোকান ঘুরে সেরে ফেলুন কেনাকাটা। 

উপহার 

বর বা কনের বাড়িতে উপহার দেওয়ার জন্য একটি তালিকা তৈরি করুনযে সমস্ত বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন আপনার বিয়েতে বিভিন্নভাবে সাহায্য করছেন, পারলে তাদের ছােট্ট উপহার দিনএই আইডিয়াটা কিন্তু মন্দ নয়। 

উৎসবের সময় 

. বাড়িতে রং করানাে থেকে শুরু করে জলের পাইপের কাজ, ইলেক্ট্রিকাল রিপেয়ার প্রভৃতি ঠিক করিয়ে নিন বিয়ের অন্তত এক মাস আগে। 

. শেষ মুহূর্তের তাড়াহুড়াে থেকে বাঁচতে প্রতি সপ্তাহে কী কী করবেন, তার একটি তালিকা তৈরি করুন। 

. দোকান থেকে কী কী কিনবেন আর কী কী স্টক করবেন, যেমন বাড়তি রেশন, গ্রসারিজ, বাড়তি গ্যাস সিলিন্ডার, ক্রকারি প্রভৃতির একটি তালিকা তৈরি 

করুন। 

ঘ. আপনার মূল্যবান জুয়েলারি সেফ জায়গায় রাখুন। 

সঙ্গীত ও মেহেন্দি 

সঙ্গীত মেহেন্দি পর্বটি শুরু হওয়ার আগে ঠিক করে নিন যে অনুষ্ঠানটি কেবল পরিবারের সদস্যদের নিয়ে ছােটো করে বাড়ির মধ্যেই হবে, নাকি বড়াে করে প্রফেশনাল ব্যান্ড বুক করে অনেকের উপস্থিতিতে হবেসেই অনুযায়ী আয়ােজন করতে শুরু করুন। 

ক. একজন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট বুক করুন। খেয়াল রাখবেন, তিনি যেন অবশ্যই প্রয়ােজনীয় সামগ্রী নিয়ে আসেন। 

. সঙ্গীতের জন্য একটি পছন্দের গানের তালিকা তৈরি করুন। 

. সঙ্গীত অনুষ্ঠানটি আরও আনন্দদায়ক করে তুলতে পরিবারের লােকজন বা বন্ধুবান্ধব নিয়ে পছন্দের গানের সঙ্গে আগে থেকে রিহার্স করুনপ্রয়ােজনে একজন কোরিওগ্রাফারও হায়ার করতে পারেন। 

. অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য হালকা কিছু খাবারের ব্যবস্থা করুন। 

রিসেপশন 

রিসেপশন দিয়ে শেষ হয় বিয়ের মূল উৎসব। এই দিনটির উপর ডিপেন্ড করে পাত্রপক্ষের মানসম্মানসর্বপ্রথম ঠিক করে নিন খাওয়াদাওয়ার পর্ব বসে হবে, নাকি বুফে সিস্টেমে। 

. সমস্ত অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করে রাখুন এবং ভেনু ম্যানেজার ও ক্যাটারারদের থেকে লিখিতভাবে কনফার্মেশন নিয়ে রাখুন। 

. এক্সপেক্টেড অতিথি সংখ্যা জানিয়ে রাখুন ক্যাটারারদের। বাড়তি কিছু প্লেটের ব্যবস্থাও করে রাখুন। 

. একটি গিফট টেবিলের ব্যবস্থা করুনপরিবারের একজন সদস্যের ওপর দায়িত্ব দিন সমস্ত গিফট রাখার জন্য। প্রাপ্ত গিফটের একটি তালিকা তৈরি করুন। 

হানিমুন 

আপনার বাজেট, অ্যাভেলেবল সময়, ওয়েদার কনডিশনের ওপর নির্ভর করছে হানিমুন প্ল্যান। 

. আপনার হানিমুন ডেস্টিনেশনের একটি ফোটো গাইড তৈরি করুন। 

. যােগাযােগ করুন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে। 

. অ্যাডভান্স হােটেল বুক করুন। 

. হানিমুন ডেস্টিনেশন অনুযায়ী ব্যাগ প্যাক করুন। 

. বিদেশে হানিমুনে যেতে চাইলে পাসপাের্ট করিয়ে নিন চটজলদিসঙ্গে রাখুন ট্রাভেলার্স চেক ফরেন এক্সচেঞ্জ

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes