jamdani

Valentine Day

বসন্ত এসে গেছে। ঝরে পড়া পাতার শেষে কুহু ডাকটা কি কোথাও গিয়ে মনের কোণে দাগ টেনে দিচ্ছে না। আর তার উপর যদি চারপাশে প্রেমের মরসুম চলে। মন কি আর বলবে না, চল পলায়ে যাই…। কিন্তু তার জন্যে তাে সঙ্গীর দরকার। সে কি আর কপালে আছে। চির ব্যাচেলর জীবনে এই কেউ আছে তাে এই নেই। সিঙ্গলদের কান্নায় যেন মাঝে মাঝে বৃষ্টিও এসে পড়ছে অকালে। আর শুধু কি একটাই দিন, আজ নাকি রােজ ডে, কাল নাকি প্রােপােজ ডে, তারপর টেডি ডে। সিঙ্গলদের মন তাে কাঁদবেই।
আর এরকমই সিঙ্গলদের নিয়ে ভ্যালেন্টাইন দিবসের সময়ে ‘মেমে’ বানাবার ধুম লেগে গেছে। ভালােবাসার জন্যে আবার কীসের একটা মাত্র দিন। ৩৬৫ দিনই তাে ভালােবাসা যায়। যার মধ্যে বেশ কিছু মেমে নজর কেড়েছে সােশাল মিডিয়ার ফলােয়ারদের।
https://me.me/i/rose-day-propose-day-thanks-chocolate-day-teddy-day-thanks-20552117
https://me.me/i/propose-day-the-sarcactic-pag-there-here-tag-someone-%F0%9F%92%9F-9391101

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes