jamdani

ইবিজায় পার্টির খেসারত : করোনায় আক্রান্ত নেইমার

চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়ে যাওয়ায় ক্লাবের সতীর্থদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজায়। আর সেটাই হলো কাল। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার কোভিড-১৯ এ আক্রান্ত, এমনটাই দাবী করলেন ফরাসি সংবাদমাধ্যম। এমনকি আরও দু-তিনজন পিএসজি খেলোয়াড় আক্রান্ত হয়েছে এমন আশঙ্কা করছে টিম ম্যানেজমেন্ট।

যার মধ্যে রয়েছে কেলর নাভাসের নামও। ক্লাবের তরফ থেকেও মোট তিনজনের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে, তবে তাঁদের নাম প্রকাশ্যে আনা হয়নি। এর আগে পিএসজি জানিয়েছিল, দলের খেলোয়াড় করোনা আক্রান্ত। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকুইপ’ এর দাবি, অ্যাঞ্জেল দি মারিয়া এবং লিও প্যারাডেস আক্রান্ত করোনায়। এদিকে, কিছুদিন আগেই নেইমারের সঙ্গে ইবিজায় গিয়েছিলেন দুজনেই। সঙ্গে ছিলেন কেলর নাভাস, অয়ান্ডার হেরেরা, মাউরো ইকার্ডির মতো তারকারাও।

বুধবার ফরাসি সংবাদমাধ্যম ‘‌লেকুইপ’-এর পক্ষ থেকেই জানানো হয়, করোনায় আক্রান্ত নেইমার। আক্রান্ত হওয়ার আশংকা করা হচ্ছে কেলর নাভাসেরও। তার কিছু সময় পরেই ক্লাবের তরফ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়।

এসবের মধ্যে আরও খেলোয়াড়ের আক্রান্ত হওয়ার আশংকা উড়িয়ে দিচ্ছে না পিএসজি কর্তৃপক্ষ। খুব শীঘ্রই বাকিদের আরও একবার করোনার পরীক্ষা করা হবে। অন্যদিকে, এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া সরগরম। প্রিয় তারকার করোনায় আক্রান্ত হওয়ায় স্বভাবতই চিন্তায় ভক্তরা।‌

 

View this post on Instagram

 

Squad 🤟🏽

A post shared by ene10ta Érre 🇧🇷 👻 neymarjr (@neymarjr) on

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes