jamdani

বিয়েতে ‘গায়ে হলুদ’ কেন হয় জানেন?

বিয়ে মানেই জমিয়ে সাজগোজ, খাওয়াদাওয়া এবং জমাটি আড্ডা। সামাজিক রীতি-রেওয়াজে ঘেরা একটা আনুষ্ঠানও বলা চলে বিয়েকেআর বিয়ের রীতি-রেওয়াজের কথা বললে প্রথমেই আসে গায়ে হলুদের পর্ব। তবে গায়ে হলুদ যে শুধু হিন্দু বিয়ের অন্যতম একটি রীতি, তা কিন্তু নয়মুসলিম বিয়ের নিয়মেগায়ে হলুদের চল আছে। জানেন, বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের প্রচলন কেন হল?

হিন্দু মতে, বিয়ের দিন সকালে বর-কনেকে হলুদ মেখে স্নান করতে হয়। পুরাণেও রয়েছে এই রীতির উল্লেখতবে হলুদে এমন কী গুণ রয়েছে যে বিয়ের সময় হলুদ মাখার রেওয়াজ?

বিশেষজ্ঞদের মতে, বিয়েতে হলুদ মাখার কয়েকটি বিশেষ দিক রয়েছেএটা কোনও বৈদিক আচার নয়, হলুদের ঔষধি গুণের জন্যই প্রাচীন কাল থেকে এর ব্যবহার চলে আসছে। একই কারণে বিয়েতেও। জেনে নিন কারণগুলি…

  • ভারতীয় রীতি অনুযায়ী হলুদকে মঙ্গলদায়ক এবং শুভ হিসেবে গন্য করা হয়।
  • কাঁচা হলুদে রয়েছে প্রাকৃতিকভাবে জীবাণুনাশক গুণ। হলুদ ত্বক পরিষ্কার করার পাশাপাশি সংক্রমণও আটকায়
  • হলুদ ত্বকের জেল্লা বাড়ায়
  • বলা হয় এই ঔষধি মশলা আমাদের শরীরে তাপের ভারসাম্য ঠিক রাখে, এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
  • হলুদ অ্যান্টিব্যাকটিরিয়াল। তাই যেকোনও ধরণের ত্বকের জন্যই উপকারী। বিয়ের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ চড়া মেক আপ করে থাকতে হয়। এতে ত্বকেরও অনেক ক্ষতি হয়। তাই মেক আপের আগে হলুদ মাখলে ত্বকের ক্ষতি কম হয় এবং ঔজ্জ্বল্য বাড়ে।

তাই হলুদ মাখাকে বিশেষভাবে মনে রাখতে অনুষ্ঠানের তকমা দেওয়া হয়।

বিয়েতে রীতিধর্ম ভেদে গায়ে হলুদের নিয়ম আলাদা হয়। তবে এই রেওয়াজের মূলে রয়েছে বিজ্ঞানসম্মত এই কারণগুলি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes