jamdani

ওদের চাই উৎসাহ, শক্তি আর শিক্ষা

এদিনটা অন্যদিনের তুলনায় আলাদা। এক্কেবারে আলাদা বলা যেত যদি না এদিনটায় অন্তত ঝুপড়িবাসী কন্যাসন্তানকে অভুক্ত থাকতে না হোতো, বা কোনও নারীকে নির্যাতনের শিকার না হতে হোতো, কর্মক্ষেত্রে বা অন্য কোথাও লিঙ্গ বৈষ্যম্যের জন্য অবহেলিত না হতে হোতো। সেজন্য ওরাও সোচ্চার, প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার তাঁর ‘শক্তি’ প্রকল্প নিয়ে ইউনিসেফের সহায়তায় ইতিমধ্যেই এক দীর্ঘমেয়াদী কাজ নিয়ে সক্রিয়। কন্যাসন্তান বা মেয়েদের ঋতুকালীন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য নিয়ে শিক্ষাদানের পাশাপাশি মানুষী সক্রিয় কন্যাসন্তানের বিভিন্ন অধিকার নিয়েও।

আয়ুষ্মান খুরানাও সরব মেয়েদের উপর অন্যায় আর তাঁদের আইনি অধিকার সম্পর্কে সজাগ হওয়া নিয়ে। ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক এদিনের কথা মাথায় রেখে ব্যাপক প্রচার পরিকল্পনা নিয়েছে।

‘সেলফি উইথ ডটার’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ভারত সরকার এদিনই সম্বধির্ত করবে ২০-র নিচে বয়স এমন ৭৫ জন কন্যাসন্তানকে যাঁরা ইতিমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তবে যতটুকুই হোক না কেন ওদের আসল অধিকার সেদিনই প্রতিষ্ঠিত হবে যেদিন সমাজের বাকি মানুষেরা ওদের ইচ্ছে ডানায় উড়তে উৎসাহ জোগাবে। শিকল আর বেড়াজালে বেঁধে ওদের যন্ত্রণা বাড়বে না। যথার্থ অর্থেই তখন সবাই গর্ব করে বলতে পারবো ‘দেশ কি বেটি’।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes