jamdani

একে বুম্বায় রক্ষে নেই সংক্রমিতের সারিতে বহু 

কখনও দেব-রুক্মিণী,  আবার কখনও ঋতুপর্ণা, রুদ্রনীল, গায়ক রূপম ইসলাম একের পর এক কোভিড সংক্রমণের শিকার গোটা টলিপাড়ার একাধিক তারকা। এবার সেই তালিকায় নাম যোগ হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানান অভিনেতা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। অপরদিকে কোভিডে আক্রান্ত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বেশ মজার ছলেই তাঁর শারীরিক পরিস্থিতির খবর শেয়ার করেন সোশ্যাল সাইটে। তিনি জানান,  ‘শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।’ প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঠাট্টা করেই লিখছেন এই ঢেউ বা করোনার থাবা থেকে কারও বাঁচা একেবারে অসম্ভব। সেই মজা মাথায় রেখেই পোস্ট অভিনেত্রীর।

টলিউডে একের পর এক করোনায় বিদ্ধ হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। ক্রমাগত লম্বা তালিকায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্য়া। তবে বর্তমান নিয়ম অনুযায়ী ৭ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন অনেকেই। সুত্রের খবর অনুযায়ী, টলিপাড়ায় অনেকের আবার ৭ দিনের আগেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তাঁরা পরবর্তী সময়ে কাজেও যোগ দিচ্ছেন। পাশাপাশি সুস্থ অভিনেত্রী ঋতাভরীর দিদি ও মা। ৪ দিনেই করোনামুক্ত দেব। কোভিড নেগেটিভ পরমব্রত-পার্নো। করোনা সারিয়ে কাজে সৃজিত-মিথিলা। নিভৃতবাস শেষ রাজ-শুভশ্রীর। তবে এখনও বাড়িতে বন্দি ইমন। করোনামুক্ত রেশমি, নিভৃতবাসে ঋদ্ধি। সুস্থতার পথে বনি-কৌশানি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes