jamdani

সোলো ট্রিপে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা ভালো

আজকাল ছেলে হোক কিংবা মেয়ে-অনেকেই সোলো ট্রিপে যাওয়া পছন্দ করে। আর একা যাওয়া মানে বাড়তি জিনিস না নেওয়ার কথা আগে মাথায় রাখতে হয়। কারণ বেশি লাগেজ থাকলে নিজেকেই বইতে হয়। সোলো ট্রিপ করার সময় পকেটের কথাও মাথায় রাখতে হয়। যেহেতু একা যাওয়া, তাই পাহাড়, সমুদ্র, অরণ্য, মরুভূমি যেখানে যাচ্ছেন সেই মতো ব্যাগ প্যাক করতে হবে। অতিরিক্ত ঝামেলা না নিয়েই ঘুরে আসার জন্য শুধু মাথায় রাখতে হবে কয়েকটি জিনিস।

♠ ট্রেন বা বাসে যাঁরা যাবেন তাঁরা আগে টিকিট ঠিক মতো গুছিয়ে নেবেন। আর অনলাইনে ট্রেন বা ফ্লাইটে টিকিট কাটবেন তাঁদের মোবাইলেই টিকিট থাকবে। তবে সব ক্ষেত্রেই সচিত্র প্রমাণপত্র সঙ্গে আগে সঙ্গে রাখতে হবে।

♠ কম খরচে অনেক জায়গা ঘুরতে চাইলে আগে নজর দিতে হবে থাকার জায়গায়। কারণ, যদি ঘোরার সিজনে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে হোটেলের ভাড়া বেশি হবেই। তাই অতিরিক্ত টাকা যদি খরচ করতে না চান, তাহলে ছাত্রাবাস বা গেস্ট হাউ‌স বুক করাই ভালো।

♠ অতিরিক্ত জিনিস কখনই নেওয়া যাবে না। প্রয়োজন হতে পারে এই ভেবে ঘুরতে গিয়ে ব্যাগে সব ভরে নিলে তা শুধু কাঁধে করে বইতে হবে। প্রয়োজনীয় জিনিস, সামান্য প্রসাধনী, পরিমাণ মতো পোশাক (যত কম হয়) সঙ্গে রাখবেন। এতে মালপত্রের ওজনও কমবে, অতিরিক্ত ভারও বইতে হবে না।

♠ ঘুরতে গিয়ে সুন্দর সুন্দর ছবি উঠবে বলে ভারী, ঝলমলে পোশাক বয়ে নিয়ে যাওয়ার কোনও মানেই হয় না। একটি বা দু’টি ট্রাউজার্সের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়, এমন ৫-৬টি জামা নিন। শীতের জায়গায় গেলে গরমের পোশাক লাগবেই। ব্যাগে সেই মতো জায়গা রাখুন।

♠ স্যুটকেস বা ট্রলিতে অনেক জিনিস ধরে। কিন্তু তা বইতে কষ্ট হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গেলে ধাপ কাটা রাস্তা বা সিঁড়ি দিয়ে ওই ভারী মালপত্র বয়ে নিয়ে যাওয়া খুব সহজসাধ্য নয়। তাই ট্রলি বা স্যুটকেসের বদলে কাঁধে নেওয়া যায় এমন ব্যাগ নিন।

♠  ঘুরতে গেলে তো রোজের পরিচর্যা বন্ধ থাকবে না। তা বলে বড় বা কাচের শিশিতে শ্যাম্পু, তেল, লোশন নিলে কিন্তু ব্যাগের জায়গা নষ্ট হবে,  ওজনও বাড়বে। তাই বুঝে প্রয়োজন মতো জিনিস নিন।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes