jamdani

টালিগঞ্জে তৃতীয় ঢেউ

প্রথম ভ্যাকসিনের পর দ্বিতীয় ভ্যাকসিন, সবই কমপ্লিট । কিন্তু তাতেও কোভিডের একের পর এক ঢেউ-এ কাবু গোটা দেশ থেকে রাজ্য সর্বত্র। এমনকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিস্থিতিও বেশ সংকট জনক। একের পর এক শিল্পী সহ টেকনিশিয়ানরা করোনায় আক্রান্ত হওয়ার ফলে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সিরিয়ালের এপিসোড শ্যুট করতে হিমশিম অবস্থা শুরু হয়েছে । সূত্রের খবর, পরিস্থিতি এমন যে, শেষ মুহূর্তে স্ক্রিপ্টে বদল করতে হচ্ছে, কারণ শিল্পীরা একের পর এক করোনায় কাবু হয়ে পড়ছেন। ফলে লেখকদেরও দারুণ চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

মন ফাগুনের মালবিকা সেন অর্থাৎ শ্রেয়সী সামন্ত এবং সৌমেন শূর অর্থা‍ৎ প্রান্তিক বন্দ্যোপাধ্যায় দু’জনেই অসুস্থ হয়ে পড়েছেন। ফলে সিরিয়ালের স্ক্রিপ্টে শেষ মুহূর্তে বদল আনতে হয়েছে। ধুলোকণা সিরিয়ালের ইন্দ্রাশিস রায়ও করোনা আক্রান্ত। অসুস্থ বাদশা মৈত্র ও শঙ্কর চক্রবর্তী। অপরদিকে স্ক্রিপ্ট লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউডের সঙ্গে কাজ করছেন, তাঁর হাতে চারটি সিরিয়ালের স্ক্রিপ্ট রয়েছে। শেষ রবিবার তিনি রাতে জানতে পারেন খড়কুটোর এক অভিনেতা অসুস্থ। ফলে সোমবার স্ক্রিপ্টে বদল আনতে হয় তাঁকে। জানা গিয়েছে, চন্দন সেন ও কৌশিক রায় দু’জনেই করোনা পজিটিভ। অনুশ্রী দাসের জ্বর, রত্না ঘোষাল সুস্থ হয়েছেন এবং দুলাল লাহিড়ী একটি সার্জারি করিয়েছেন কিছুদিন আগেই। ফলে স্ক্রিপ্টে বড় বদল করেছেন লেখিকা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes