jamdani

আটকে পড়া মানুষ উদ্ধারে আবার উড়তে চান লক্ষ্মী যোশী

যে বার ককপিটে প্রথমবার বসেছিলেন তখন তাঁর বয়স মাত্র আট। স্বপ্নটা বোধহয় সেদিন থেকেই শুরু। উড়ানের স্বপ্ন। উড়োজাহাজ ওড়াবেন একদিন সেটা সম্ভবত সেদিনই ওর জীবনপঞ্জীতে অনুপ্রবেশ করেছিল। হ্যাঁ, পাইলট লক্ষ্মী যোশীর কথাই বলছি। কার্যত ধার দেনা করে সেদিন তাঁর বাবা মেয়েকে পাইলট প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলেন। বলেছিলেন, ‘Go for it Beta. The sky is the limit!’ বাবাকে নিরাশ করেন নি মেয়ে। সত্যিই আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে শেষমেশ উড়োজাহাজের উড়ান। আজ লক্ষ্মী যোশী বহু মেয়ের কাছে অনুপ্রেরণা।

বিশের কোঠায় থাকা অনন্য এই অদ্বিতীয়া সত্যি সত্যিই তাঁর জাত চেনালেন যখন দেশে প্রথম অতিমারীর ধাক্কায় সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। বহু ভারতীয় সে সময় আটকে পড়েছেন বিদেশে, দেশে ফেরার সব রাস্তাই বন্ধ। এই সময়েই শুরু হয় ভারত সরকারের ‘বন্দে ভারত মিশন’। বিদেশে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানে উড়িয়ে ফেরত নিয়ে আসা। চিনে তখন আটকে বহু এদেশের নাগরিক। চিন কার্যত তখন গোটা দুনিয়ার চোখে হটস্পট। লক্ষ্মী কিন্তু স্বেচ্ছায় নিজেকে সামিল করলেন বন্দেভারত মিশনে। ভারতীয়দের উদ্ধারে তাঁর প্রথম উড়ান নামে সাংহাই এর মাটিতে। কোনও কিছুর তোয়াক্কা না করে একমাসে তিন তিনবার ফ্লাইট চিনের মাটি ছুঁয়ে বহু ভারতীয়কে উদ্ধার করে। পাইলট লক্ষ্মী যোশী।

এবারও ওমিক্রনের ধাক্কা আর তৃতীয় ঢেউ এর দাপটে বহু আন্তর্জাতিক উড়ান বন্ধ। পরিস্থিতি যদি সেরকম হয় তবে আবারও এই তরুণী পাইলট কিন্তু উড়ে যেতে চান বিশেষ বিমান নিয়ে। তাই তো ওর বাবা এখনও গর্ব করে বলেন, ‘আমার কন্যা ওড়ার জন্যই জন্ম নিয়েছে’। কথাটা যে ষোলো আনা সত্যি তার সবচেয়ে বড় প্রমাণ লক্ষ্মী নিজেই।

Image source- Facebook

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes