jamdani

এই ফুলের রস ত্বককে করে তোলে মাখনের মতো! রইল ঘরোয়া টিপস

সারা সপ্তাহ কাজের পর শনি রবিবার ত্বক পরিচর্যার সময়। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাখনের মতো মসৃণ ও জেল্লাদার ত্বক পেতে হলে ঘরোয়া কিছু উপায় দারুণ কাজ দেয়। এই একটি বিশেষ ফুল খুবই উপকার। তবে গোলাপ ফুলের কথা বলছি না! বরং জবা ফুলের রসেই ত্বকের জেল্লা আরও ফোটে। তার জন্য জানতে হবে কিছু বিশেষ পদ্ধতি। জবা ফুলের রস ব্যবহার করে ত্বকে জেল্লা আনবেন কীভাবে, রইল সেই টিপস-

মুলতানি মাটি ও জবা ফুল

জবা ফুলের পাপড়ি বেঁটে নিয়ে তাতে ১ চামচ মুলতানি মাটি, আর এক চামচ দই আর গোলাপের পাপড়ি দিয়ে দিন। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ।

দুধ ও জবা ফুল

জবা ফুল কিছু দিন রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর তাতে দিয়ে দিন মধু, এক চামচ দুধ। এরপর মিশিয়ে নিন। এই মিশ্রণ ২০ মিনিট রেখে দিন মুখে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ হবে উজ্জ্বল।

দই আর জবা ফুল

একইভাবে জবা ফুলের পাপড়ি শুকিয়ে সেটি গুঁড়ো করে নিন। তাতে মেশান দই। পেস্টটি মসৃণ হলে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর এটি শুকিয়ে গেলে তুলোয় জল লাগিয়ে তুলে দিন। ফেস ওয়াশের দরকার নেই।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes