প্রেম যখন রিং বদ্ধ

jamdani

বিয়ের পাকা কথা হয়ে গেছে। ঠিক হয়ে গেছে বিয়ের দিনক্ষণ। এবার বাড়িতে শুরু বিয়ের প্রস্তুতি। আর বিয়ের প্রস্তুতি শুরু হয় বাগদান পর্ব দিয়ে। আজকের যুগে যাকে বলে এনগেজমেন্ট। পরিবারের বড়দের উপস্তিতিতে অনুষ্ঠিত হওয়া এই রিচুয়াল হবু দম্পতিকে তাদের নতুন জীবন শুরুর আশীর্বাদ প্রদান করে। একে অন্যকে এনগেজমেন্ট রিং পড়িয়ে হবু বর-কনে একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয় সারা জীবনের সঙ্গী হওয়ার।

প্রচলিত বিশ্বাস আছে যে এনগেজমেন্ট রিং বাম হাতের চতুর্থ আঙ্গুলে পরিধন করা হয়। কারণ এই আঙ্গুলের শিরা নাকি ধমনীর সঙ্গে যুক্ত। কিন্তু জানলে অবাক হবেন, মডার্ন যুগের এই এনগেজমেন্টের রীতি বহু যুগ পুরনো। ইতিহাস বলে, দ্বিতীয় শতাব্দীতে রোমান মহিলারা এক বিশেষ ধরনের এনগেজমেন্ট রিং পরিধান করতেন যা তৈরি হত ফিন্ট স্টোন ও হাড় দিয়ে। পরবর্তীকালে কপার, সিলভার হয়ে এখন এই রিং সোনা ও প্লাটিনামে রূপান্তরিত হয়েছে।

আজ বিয়ের অন্যান্য গয়নার সঙ্গে এনগেজমেন্ট রিঙেও এসেছে নানা রকমের বৈচিত্র্য। যেমন ধরুন, চ্যানেল সেট এনগেজমেন্ট রিং। সোনা বা মুল্যবান ধাতুতে তৈরি এই রিঙের মাঝখান দিয়ে চ্যানেল করে অনেকগুলো ছোট-ছোট স্টোন বা ডায়মন্ড বসানো হয়। আবার সলিটেয়র রিং। এই রিঙের বৈশিষ্ট হল, একটি বড় ডায়মন্ড। সোনা বা প্লাটিনামে মোড়া এই রিং অনায়াসে আপনাকে দেবে এক টাইমলেস লুক। বা ধরুন টেনশন সেটিং রিং। প্রেসর দিয়ে আংটির দুটি দিকের মাঝখানে একটি জেমস্টোন বা ডায়মন্ড এমন ভাবে রাখা হয় যা একে ভাসমান লুক দেয়। দেখতে খুব দামি মনে হলেও এই রিং সলিটেয়র রিঙের তুলনাতে অনেক কম খরচে তৈরি হয়ে যায় এবং এর দেখভালও ব্যয় সাপেক্ষ।
তাই, এত রকমের মধ্যে আপনার পছন্দের রিংটি বেছে নিন আর তার সঙ্গে ভালবাসায় ভরিয়ে দিন আপনার প্রিয় মানুষটির জীবন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes