বাড়ির আনাচে কানাচে অনেক আগাছা জন্মে থাকে। সেই আগাছার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা অনেকেই দেখে থাকি লতানো এক প্রকারের উদ্ভিদ। যার পাতা ও কাণ্ড গাঢ় সবুজ রঙের, ফুল সাদা ও ফল পেকে গেলে টকটকে লাল রঙের হয়ে যায়। পঞ্চভূজ আকারের পাতা বিশিষ্ট বহুবর্ষজীবী এই উদ্ভিদটির নাম তেলাকুচ। যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটিতে প্রচুর পরিমাণ বিটা-ক্যারোটিন থাকায় আমাদের শরীরে মারাত্মক অনেক রোগ থেকে মুক্তি দিয়ে থাকে। কিন্তু কী কী রোগ থেকে এই উদ্ভিদ মুক্তি দিয়ে থাকে তা আমাদের অনেকেরই অজানা। তাই আজ রইল এই উদ্ভিদটির ওষুধি গুণাগুণ সম্পর্কে আলোচনা।
তেলাকুচের ওষুধি গুণাগুণঃ
ব্রণ ও ফোঁড়া থেকে মুক্তি পেতে তেলাকুচের কামালঃ এই পাতার রস ফোঁড়া ও ব্রণ সারাতে জাদুর মতো কাজ করে। প্রতিদিন নিয়ম করে সকাল ও বিকেলে এই পাতার রস লাগালে মুক্তি পাওয়া যায়।
পা ফোলা রোগে তেলাকুচের জাদুঃ এই রোগ অনেকেরই হয়ে থাকে। দীর্ঘ সময় পা ঝুলিয়ে বসে থাকলে এই সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে তেলাকুচার মূল ও পাতা ছেঁচে রস বের করে তা ৪ থেকে ৫ চা চামচ প্রতিদিন পান করুন। এতেই মুক্তি সমস্যার সমাধান মিলবে।
জন্ডিস নিরাময়ে তেলাকুচের ওষুধি গুণাগুণঃ এই রোগটি হলে অনেকেই ভয় পেয়ে যান। তবে ভয় না পেয়ে ভরসা রাখুন তেলাকুচ গাছের উপর। যা খুবই উপকারী। জন্ডিস সারাতে এই উদ্ভিদের মূল ছেঁচে রস তৈরি করে নিন। তারপর প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ১/২ কাপ পরিমাণ এই রস পান করুন। এবং কয়েক দিনের মধ্যেই গুণাগুণ লক্ষ্য করুন।
ডায়াবেটিসে তেলাকুচঃ বিভিন্ন কারণে আমাদের দেহে এই রোগটি বাসা বাঁধে। যা ক্রমশ শরীরকে অকেজ করে দিতে থাকে। তাই যাদের এই রোগটি রয়েছে, তাদের অবশ্যই নিজেদের শরীরের বিশেষ খেয়াল রাখা খুব উচিত। বিশেষ খাওয়া-দাওয়ার উপরেও নজর দেওয়া জরুরি। তাই এই রোগটি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকাল ও বিকেলে ১/২ কাপ পরিমাণে পান করুন তেলাকুচ গাছের কান্ডসহ পাতা ছেঁচে রস। এর ফলে এই রোগটি নিয়ন্ত্রণে থাকবে আপনার।
শ্বাসকষ্টের ও কাশির সমস্যায় তেলাকুচের ওষুধি গুণাগুণঃ অনেকেই শ্বাসকষ্ট ও কাশির উপশমে প্রায়শই ভুগে থাকেন। সেক্ষেত্রে প্রতিদিন দু’বেলা তেলাকুচের মূল ও পাতার রস হালকা গরম করে ৪ থেকে ৫ চা চামচ পাঁচ থেকে সাত দিন পান করলে শ্বাসকষ্ট থেকে মুক্তি মিলবে। পাশাপাশি কাশির ক্ষেত্রে একই ভাবে এই পাতার ও মূলের রস হালকা গরম করে ৩ থেকে ৪ চামচ মধূর সঙ্গে পান করলে এই সমস্যা থেকে মিলবে সমাধান।
একদিকে করোনা কালীন পরিস্থিতির কারণে লকডাউনের ফলে সারাক্ষণ বাড়িতে একঘেয়ে... Read More
বিয়ে মানেই যেমন জীবনের সবচেয়ে উত্তেজনার মুহূর্ত, ঠিক তেমনই বিয়ে নিদারুন... Read More
মুখে দুর্গন্ধ হলেই, বাড়িতে মা ঠাকুমাদের বলতে শোনা যায় “ওরে... Read More
একটা বয়সের পর হাড় ক্ষয় হতে শুরু করে। হাড়ের সুস্থতা... Read More
কুমড়োর নাম শুনলে অনেকেই মুখ ব্যাজাড় করেন। তবে কুমড়ো না... Read More
মাশরুম খেতে পছন্দ করেন না এমন খাদ্য রসিক হয়ত হাতে... Read More
সম্প্রতি সরষের তেলের নানারকম গুণ নিয়ে আলোচনা চলছে বেশ এবং... Read More
হৃদয়ের পথ যেহেতু উদরের মধ্য দিয়েই সেহেতু খেতে আপনাকে হবেই।...
বাঁধাকপিতে কমবে ওজন শীতের বাজারে পসরা দিয়ে সাজিয়ে রয়েছে বাঁধাকপি।...
ক্রনিক কিডনি ডিজিজ রােগীদের সুস্থ রাখার জন্য প্রয়ােজন সঠিক ডায়াট...
বিয়ের দিন হতে হবে ম্যাচো ম্যান। জোরকদমে চলছে তাই ওয়র্ক...
কুমড়াে যদিও কুমড়ােপটাশ নয়, তবু গুণ ও মানে সেও কিছু...
স্লিম ট্রিম হওয়ার জন্য ব্যায়াম করতে বলা হয়, কিন্তু ওজন...
বিয়ের আগের একমাস একটা বাড়তি ডায়েট চার্টের প্রয়োজন হয়। কারণ,...
‘ডাব নেবে গাে ডাব...' একসময় প্রায় প্রতিদিন দুপুরেই বাঙালির চেনা...
প্যানক্রিয়াটাইটিসের মতাে বেদনাদায়ক রােগের হাত থেকে মুক্তি পেতে গেলে কেবলমাত্র...
যদিও করলার তেঁতাে স্বাদের জন্য বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন...