jamdani

মুক্তি পেল  ‘Dying Art of the Bohurupis of Bengal’-এর টিজার

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রাজাদিত্য ব্যানার্জী তাঁর ‘ডেথ সার্টিফিকেট’ চলচ্চিত্রর জন্য বিখ্যাত। সম্প্রতি মুক্তি পেল ‘Dying Art of the Bohurupis of Bengal’-এর টিজার। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র উৎসব ঘুরে ২০১৮তে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল এই ছবি।

একজন দক্ষ থিয়েটার অভিনেতা ও চিত্রনাট্য লেখক রাজাদিত্য ব্যানার্জী এর আগে ‘ডেথ ট্রিলজি’ ও ‘ডেথ সার্টিফিকেটে’র পর আরও দুটি ফিচার ছবি (‘শিবরাত্রি’ ও ‘শববাহিকা’)নির্মাণ করেন।  তাঁর তৈরি উল্লেখযোগ্য কয়েকটি তথ্যচিত্রের মধ্যে ‘ওয়াটারওয়ালা’, ‘Lost for Words’ , ‘ডেথ অফ ডেথ’, ‘ওয়ান ডে ইন ইন্ডিয়া’ ইত্যাদি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে। আসন্ন তথ্যচিত্র ‘Dying Art of the Bohurupis of Bengal’ (বিপন্ন বহুরূপী)- এর টিজার ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শক। ভারত ও ফিনল্যান্ডের যৌথ প্রযোজনায় নির্মিত এই তথ্যচিত্রে বাংলার প্রায় বিলুপ্ত বহুরূপী দের কথা তুলে ধরতে চলেছেন পরিচালক।

কিংবদন্তি বহুরূপী শিল্পী সুবলদাস বৈরাগ্য , রবি পণ্ডিত , বীরভূমের ব্যাধ পরিবারের রাজেন্দ্র ব্যাধ ও বাজিকর সম্প্রদায়ের বহুরূপী ভানু বাজীকর প্রমুখদের বয়ানে ছবিতে বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থার কথা তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

ছবি প্রসঙ্গে রাজাদিত্য ব্যানার্জী বলেন, “এই তথ্যচিত্র গবেষণাধর্মী ও মৌলিক। একটি সুপ্রাচীন শিল্পের পতনোন্মুখ অবস্থা এবং তাকে রক্ষার প্রয়োজনীয়তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করবে এই ছবি। ছবির সিনেমাটোগ্রাফার তন্ময় কর্মকার, নয়ন তালুকদার, গিরিধারি গড়াই এবং ছবি সম্পাদক ও রঙ বিন্যাসক সুমন্ত সরকারের অসাধারণ মুন্সিয়ানায় ছবিটি এক অন্য মাত্রা পেয়েছে। আশা করি দর্শকদের মধ্যে এই ছবি সাড়া জাগাবে।”

ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন তন্ময় কর্মকার, নয়ন তালুকদার, ও গীরিধারি গড়াই। ছবির সম্পাদনা ও রং বিন্যাস করেছেন সুমন্ত সরকার, শব্দ গ্রহণ ও সঙ্গীত পরিকল্পনা করেছেন ব্যাক বেঞ্চার্স। ‘ইনসোমনিয়া মুভিজ’ নিবেদিত এই ছবিটি পরিচালক বাপ্পাদিত্য উৎসর্গ করেছেন প্রখ্যাত সাহিত্যিক ও পিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং প্রখ্যাত প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও তার দাদা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes