jamdani

সারোগেসিঃ রেডিমেড শিশু? কী বললেন তসলিমা!  

ক’দিন আগেই ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেদের মা-বাবা হওয়ার খবর সামনে আনেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। এর জন্য তাঁরা বেছে নিয়েছেন সারোগেসি পদ্ধতিকে। এই খবর সামনে আসার পরেই সারোগেসি নিয়ে সমালোচনামূলক একটি টুইট করেন তসলিমা নাসরিন।

বরাবরই নিজের মতামতের জন্য বিতর্কে জড়িয়েছেন তাসলিমা। এবার সারোগেসি নিয়ে নিজের মতামত পেশ করে সমালোচনার মুখে পড়লেন তিনি। সেই বিতর্কে ইতি টানতে গত রবিবার আরও একটি টুইট করেন। গত সপ্তাহের শনিবার তসলিমা সারোগেট পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেন, সারোগেসি হল ধনীদের আত্মতুষ্টির একটা প্রক্রিয়া। সারোগেসির মাধ্যমে জন্মানো শিশুদের তিনি ‘রেডিমেড শিশু’ বলেও বিদ্রূপ করেন। টুইটে নির্দিষ্ট কারোর নাম না উল্লেখ করলেও প্রিয়াঙ্কা-নিকের সারোগেসির মাধ্যমে মা-বাবা হওয়ার ঘোষণার পরেই টুইটটি করেন তিনি।

তসলিমা বলেন, “সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটা আবিস্কার বটে। তবে সারোগেসি ততদিন টিকে থাকবে, যতদিন সমাজে  দারিদ্র টিকে থাকবে। দারিদ্র নেই তো সারোগেসি নেই। দরিদ্র মেয়েদের জরায়ু  টাকার বিনিময়ে  ন’মাসের জন্য ভাড়া নেয় ধনীরা। ধনী মেয়েরা কিন্তু তাদের জরায়ু কাউকে ভাড়া দেবে না। কারণ গর্ভাবস্থায় জীবনের নানা ঝুঁকি থাকে, শিশুর জন্মের সময়ও থাকে ঝুঁকি। দরিদ্র না হলে কেউ এই ঝুঁকি নেয় না।

গৃহহীন স্বজনহীন কোনও  শিশুকে দত্তক নেওয়ার চেয়ে সারোগেসির মাধ্যমে  ধনী এবং ব্যস্ত সেলিব্রিটিরা নিজের জিনসমেত  একখানা  রেডিমেড  শিশু  চায়।  মানুষের ভেতরে এই সেলফিশ জিনটি, এই নার্সিসিস্টিক ইগোটি  বেশ আছে। এসবের উর্ধে উঠতে কেউ যে পারে না তা নয়, অনেকে গর্ভবতী হতে, সন্তান জন্ম দিতে সক্ষম হলেও সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সারোগেসিকে তখন মেনে নেবো যখন শুধু দরিদ্র নয়, ধনী মেয়েরাও সারোগেট মা হবে।…”

তসলিমা নাসরিনের এই সমালোচনামূলক পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এতে কেউ তার পক্ষ নিয়েছে তো কেউ সারোগেসির পক্ষে মতামত পোষণ করেন। তবে জল্পনার তির কিন্তু নিক-প্রিয়াঙ্কাকে ঘিরেই। সব মিলিয়ে মনে করা হচ্ছে তাঁদের উদ্দেশেই এমন টুইট তাসলিমার।

এই সকল সমালোচনাকে বন্ধ করতে রবিবার একটি টুইট করেন তাসলিমা। সেখানে বলেন, সারোগেসি সম্পর্কে তার সেই টুইট শুধুমাত্র ‘সারোগেসি পদ্ধতি’ নিয়ে তার ব্যক্তিগত মতামত। তার সঙ্গে নিক-প্রিয়াঙ্কার কোনও যোগযোগ নেই।

তবে নেটাগরিকরা প্রশ্ন তুলেছেন, নিক-প্রিয়াঙ্কার সঙ্গে যদি সত্যিই কোনও যোগযোগ না থাকে তাহলে তাদের সারোগেসির মাধ্যমে বাব-মা হওয়ার ঘোষণার পরেই কেন এমন সমালোচনা করলেন তাসলিমা। প্রশ্ন এখানেই!

তবে এসবের মধ্যেও প্রিয়াঙ্কা চোপড়া ধন্যবাদ জানিয়েছেন তসলিমার একটি টুইটে।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes