এই তুই এক গালে চড় মারলি কেন? আর এক গালে মার, বলেই আমরা অনেকেই গাল এগিয়ে দিই। আর এ নিয়ে শুধু একবার না একবার প্রায় প্রত্যেকেই বেশ অনেকবারই চড় খেয়েছেন। আমরা ছেলেবেলায় শুনেছি একগালে চড় খেলে নাকি বিয়ে হয় না। যদি বড়ো হয়ে সেসব নিয়ে খুব হেসেওছি হয়তো গোপনে অনেকেই।
ছেলে হোক বা মেয়ে অনেককেই এটা বলে থাকেন। এখনও আমাদের বাড়ির ছোটোরা এই প্রচলিত প্রবাদ নিয়ে হাসিঠাট্টা করে। কিন্তু আপনি কি জানেন এই কথাটা মোটেও অযৌক্তিক নয় ? কিংবা নিছক কোনো কুসংস্কারও নয়। এর পিছনে রয়েছে অনেক যুক্তি। আসুন জেনে নিই সেই ঘটনা।
যুক্তিটি হল গালে চড় মারার সময় যদি হাতের পাঁচটি আঙুল জোড়ে এসে গালে লাগে সেক্ষেত্রে গাল একপাশে ঘুরে যেতে পারে। এর কারণে থাইরয়েড গ্রন্থিতে আঘাত লেগে বিপদ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এছাড়া মাথার শিরায় চোট পৌঁছোতে পারে। এবং ঘটতে পারে মৃত্যুও। তাই কাউকে চড় মারা থেকে আপনি বিরত থাকুন। কারণ আমাদের গাল খুব সেনসিটিভ অঙ্গ। এবং তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে চোখ, নাক, কান, গলা, এবং মাথার। সেখানে রয়েছে অসংখ্য স্নায়ু, গ্রন্থি। ইত্যাদি তাই কখনও কাউকে চড় মারবেন না।
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...
আজও এই শহরের সরু অলি-গলি তাকে নস্ট্যালজিক করে তােলে। তাই...