jamdani

রোদের হাত থেকে বাঁচুন, দূর করুন ট্যান

অনেককেই বলতে শোনা যায় ‘ছোটবেলায় আমি বেশ ফর্সা ছিলাম কিন্তু এখন একদম কালো হয়ে গিয়েছি।’ এর কারণ হল সানবার্ন হওয়ায় ত্বকের ট্যান হয়ে যাওয়া। কীভাবে সানট্যান দূর করবেন, রইল তার টিপস।

  • বিভিন্ন এসেনশিয়াল অয়েলের মিশ্রণ সানট্যান সারাতে সাহায্য করে। লেমন অয়েল, ক্যামোমাইল অয়েল, অরেঞ্জ অয়েল এবং স্যাফ্রন অয়েল ব্যবহার করতে পারেন।
  • কয়েক ফোঁটা লেবুর রস, গোলাপের পাপড়ি মিশিয়ে লাগান।
  • পিচফল দুধে বেটে সারামুখে লাগান।
  • তরমুজ ও দইয়ের মিশ্রণও ট্যান রিমুভিং এর জন্য ভীষণ ভালো।
  • পাকা টমেটো মুখে মাখলেও উপকার পাবেন।
  • সারাশরীরের জন্য সমপরিমাণ তিল তেল, আমন্ড তেল, হলুদের পেস্ট মিশিয়ে লাগান। ত্বক ঠান্ডা থাকবে এবং রোদে পোড়া ভাব কমবে।
  • ইউক্যালিপটাসের পাতা সেদ্ধ জল দিয়ে আইস কিউব তৈরি করে মুখে আলতো হাতে ঘষুন। ট্যান হয়ে থাকা ত্বকে খুব ভালো টোনার হিসেবে কাজ করবে এটি।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes