jamdani

সীতাহার থেকে কালপুস, ভারতের সনাতনী বিয়ের গয়নার গল্প

বিয়ের সময় অনেক গয়না না পরলেও কিছু গয়না কিন্তু প্রত্যেক কনেই পরেন। ভারতবর্ষের মত ‘নানা ভাষা নানা মত নানা পরিধান’-এর মত দেশে এক-এক ধরনের সংস্কৃতিতে এক এক ধরনের গয়না পরার রীতি তো বহুযুগ ধরেই চলে আসছে। বাঙালিদের বিয়েতে যেমন শাঁখা-পলা পরার চল রয়েছে, পাঞ্জাবি বা শিখদের বিয়েতে তেমন চুড়া পরার চল, এরকম উদাহরণ আরও আছে।  কোন সংস্কৃতির বিয়ের কনের জন্য কেমন হয় বিয়ের গয়না জেনে নিন তাহলে।

বাঙালি কনের বিয়ের গয়না

বাঙালীদের সনাতনী বিয়ের সাজ মানেই হল লাল বেনারসি, এমনটা ভাবার কোনও কারণ নেই। এখনকার কনেরা কিন্তু বিয়ের দিন বা বৌভাতের পার্টিতে বেনারসি বাদেও আরও নানা ধরনের শাড়ি পরেন।  তবে শুধু শাড়ি নয়, গয়নার ক্ষেত্রেও তাঁরা একটু ‘আউটডেটেড’ ডিজাইনই পছন্দ করেন, যেমন ধরুন হাতে হাতপদ্ম, কানে মানতাসা, গলায় সীতাহার ইত্যাদি; সঙ্গে শাঁখা-পলা তো রইলই!

তামিল কনের বিয়ের গয়না

‘টু স্টেটস’ এ বিয়ের সাজে আলিয়া ভট্টকে দেখেছেন নিশ্চয়ই! সুন্দর কাঞ্চিপুরম শাড়ির সঙ্গে মানানসই গয়না পড়েছিলেন তিনি। বিশেষ করে তাঁর মাথাপট্টি কিন্তু নজর কেড়েছিল। যে-কোনও তামিল কনের বিয়ের সনাতনী সাজই এমন হয়। উজ্জ্বল রঙের ভারী কাঞ্চিপুরম শাড়ির সঙ্গে চওড়া মাথাপট্টি, কানের দুল, নেথি, কোমরবন্ধ আর মাথায় একরাশ ফুল দিয়ে সজ্জিত!

রাজস্থানি কনের বিয়ের গয়না

বিভিন্ন সিনেমার দৌলতে আমরা নানা সংস্কৃতির নানা বিষয় সম্বন্ধে বেশ ওয়াকিবহাল এখন। অমোল পালেকরের ‘পহেলি’-তে রানি মুখার্জীর বিয়ের সাজ কিন্তু ছিল একদম টিপিক্যাল রাজস্থানি কনের সাজ। বড় গোল নথ, মাথায় বোড়লা, কানে ঝোলা দুল, গলায় ভারী মিনাকারী হার – এই হল রাজস্থানি কনের বিয়ের গয়না।

পাঞ্জাবি কনের বিয়ের গয়না

পাঞ্জাবি কনেদের বিয়ের সাজ কিন্তু একেবারেই অন্যরকম হয়! জমকালো লেহঙ্গা-চোলি, গরজিয়াস মেকআপ, মুক্তোর ভারী গয়না আর চুড়া – দারুণ দেখায় এঁদের। তবে পাঞ্জাবি বা শিখ কনের বিয়ের সাজে কিন্তু এমন একটি গয়না থাকে, যা আর অন্য কোনও সংস্কৃতিতেই দেখা যায় না। তা হল ‘কলিরে’। চূড়ার সঙ্গে ঝুমকোর মতো দেখতে ঝালরকেই বলে কলিরে।

কাশ্মীরি কনের বিয়ের গয়না

কাশ্মীরি মেয়েরা দেখতে দারুণ হন আর বিয়ের দিন কনের সাজে যে তাঁদের অপরূপ লাগে, তা বলাই বাহুল্য। কাশ্মীরি কনের বিয়ের সাজ কিন্তু ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় একদমই আলাদা হয়। বেশ জমকালো মেকআপ করেন এঁরা এবং বেশিরভাগ সময়েই রূপোর ভারী গয়না পরেন। কনের সাজে একটি গুরুত্বপূর্ণ অংশ হল ‘কালপুস’। একটু খেয়াল করলেই দেখবেন কাশ্মীরি কনের বিয়ের সময়ে তাঁর মাথায় একটা কাপড়ের পট্টি বাঁধা থাকে, একেই কালপুস বলা হয়, এটি বলতে পারেন কাশ্মীরি কনের ঐতিহ্য।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes