jamdani

বাদশাহী সৌজন্য

সম্প্রতি ছেলে আরিয়ান খানকে নিয়ে পোহাতে হয়েছে একটা ঝড়। যার ফলে নিজেকে কিছুটা আড়ালে রাখলেও নিজের অনুরাগীদের চমকে দিতে বেশ পছন্দ করেন শাহরুখ খান। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বলিউড বাদশাহ শাহরুখ খানের সেরকমই তাঁর এক সৌজন্যবোধের নিদর্শন পাওয়া গেল।

ভারতীয়রা এখন দেশ বিদেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে কাঁধে তুলে নিচ্ছেন ব্যাগ। সেরকমই অশ্বিনী দেশপাণ্ডে নামে এক ভারতীয় অধ্যাপিকা মিশরে ঘুরতে যেতে চেয়েছিলেন। কিন্তু বুকিংয়ের সময় ট্রাভেল এজেন্টকে টাকা পাঠাতে ভীষণ সমস্যা হচ্ছিল। সেই সময় ট্রাভেল এজেন্ট বলেছিলেন, ‘আপনি শাহরুখ খানের দেশের মানুষ। তাই আপনার উপরে আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি নিজেই বুকিং করে দিচ্ছি। আপনি আমাকে পরে পেমেন্ট করে দেবেন। আর কারও ক্ষেত্রে আমি এটা করতাম না। কিন্তু শাহরুখ খানের জন্য আমি সব করতে পারি।

এই বিষয়টি ট্যুইট করে জানিয়েছিলেন অধ্যাপিকা। এরপর সপরিবারে মিশর ঘুরে এসেছিলেন। মিশরে দেখা হওয়ার পর ওই ট্রাভেল এজেন্ট তার মেয়ের নামে শাহরুখের একটি ছোট্ট শুভেচ্ছাবার্তা ও অটোগ্রাফের আবদার জানান। এই কথাটি জানতে পারেন শাহরুখ নিজেই।  

সোশ্যাল মিডিয়ায় পাওয়া খবর জানতে পেরে অশ্বিনীকে কিং খান একটি চিঠি লিখে নিজের পোস্টার পাঠিয়েছেন। যাতে তিনি মিশরের ওই ট্রাভেল এজেন্টকে সেটি পাঠাতে পারেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবিও পোস্ট করে শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন ওই অধ্যাপিকা।

এমনকি চিঠিতে ওই ট্রাভেল এজেন্টের উদ্দেশে শাহরুখ লিখেছেন, ‘আমার দেশের একজন নাগরিককে সাহায্য করার জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আশা করছি, ভবিষ্যতে আপনি আরও ভালো ভালো কাজ করবেন।শাহরুখ ওই অধ্যাপিকার মেয়ের জন্যও একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বাদশাহের এই সৌজন্যবোধকে তাঁর অনুরাগীরা ইতিবাচক নজরেই দেখেছেন।

ছবি সৌজন্য- ট্যুইটার

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes