jamdani

বেজির গলায় শেকল বেঁধে ভালোবাসার জাহির! ফের বিতর্কে শ্রাবন্তী

বারংবারই বিতর্কে জড়িয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রাজনীতি থেক ব্যক্তিগত জীবন, একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি পশুপ্রেমীদের রোষের শিকার তিনি।

এই ঘটনার সূত্রপাত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় করা একটা পোস্ট ঘিরে। সম্প্রতি তিনি শিকলে বাঁধা নেউল বা বেজি হাতে একটা ছবি পোস্ট করেন। আর সেই ছবি ঘিরেই বিতর্কের ঝড়!  পশুপ্রেমীরা তাকে ভৎসনা করেছেন একটা প্রাণীকে শিকলে বেঁধে, ভালোবাসা তকমা দেওয়ার জন্য।

বর্তমানে ওম সাহানির বিপরীতে একটি ছবির শুটিং করছেন শ্রাবন্তী। এখন প্রশ্ন শুটিংয়ের সেটেই কি অভিনেত্রী খুঁজে পেলেন ছোট্ট নেউলটিকে? যদিও এর উত্তর এখনও অজানা।

ছবিতে দেখা যাচ্ছে একটা ছোট্ট নেউলের গলায় বেল্ট বাঁধা। আর শ্রাবন্তী ওই অবস্থাতেই নেউলটিকে হাতে তুলে আদর করছেন। লেউলটির বেল্টের সঙ্গে লাগানো আছে লম্বা একটা শিকল। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হঠাৎ করেই এই ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে আরও লেখেন, ‘পশুদের প্রতি ভালোবাসা।’

গলায় শিকল বেঁধে কোনও প্রাণীকে কষ্ট দিয়ে, অভিনেত্রীর এমন ভালোবাসাতেই ক্ষোভ পশুপ্রেমীদের। আর শিকলটাও খুব একটা পলকা নয়, রীতিমতো আঁটোসাঁটো, শক্তপোক্ত, অতটুকু জিব এই অতি প্রেমের ধকল সইতে পারবে তো!

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes