jamdani

ধার নিয়েছিলেন! তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানেন কার থেকে?

হ্যাঁ ঠিক শুনেছেন প্রধানমন্ত্রী ধার নিয়েছিলেন একবার। যাঁর থেকে নিয়েছিলেন তিনিও কম যান না। তিনি হলেন বলিউডের অলিখিত ‘বাদশা’ শাহরুখ খানের কাছ থেকে।

তবে শাহরুখ যে কতটা শক্তিধর, সে নিয়ে কারওর তর্কের জায়গা নেই। সেই শাহরুখই নাকি একবার ধার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

কথাটা গালভরা মনে হলেও, এটাই সত্যি হয়েছিল ২০১৮ সাল নাগাদ। তবে টাকাপয়সা নয়। মোদীকে আস্ত গাড়ি ধার দিয়েছিলেন শাহরুখ। তাও যে সে গাড়ি নয়, নিজের শখের গাড়ি।

বলছি সবটাই। জানেন কি শাহরুখের শখের গাড়ি রয়েছে কতগুলো? তবে কয়েকটি গাড়ির নাম বললেই আপনাদের মুখ হাঁ হওয়ার জোগাড় হতে পারে। এ জন্যেই ৬০ কোটি ডলার অর্থাৎ ৪ হাজার ৫৭৫ কোটিরও বেশির টাকার মালিক তিনি। তাহলে তাঁর দামি গাড়িবাড়ি থাকবে না তো, কার থাকবে?

ছোটখাটো গাড়ির কথা ছেড়েই দেওয়া হল। শাহরুখের গ্যারেজে যে বুগাটি ভেরন রয়েছে, আজকের বাজারে তার দাম প্রায় ১২ কোটি টাকা। এর সঙ্গে প্রায় ৪ কোটি টাকার বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং একটি রোলস রয়েস ফ্যান্টম ক্যুপেও রয়েছে। যার দাম প্রায় ৮ কোটি টাকা।

তবে কথা কিন্তু এখানেই শেষ নয়। বিএমডব্লিউ আই-৮ মডেলের গাড়ির কথা জানেন তো। সেটির দাম ৩ কোটিরও বেশি। আর সাজানোগোছানো লাক্সারি ভ্যানিটি ভ্যানও রয়েছে। যা কিনতেই খরচ হয়েছে ১৪ লাখ টাকা। এর সঙ্গে আলাদা করে ভ্যানের সাজগোজের খরচ আলাদা।

এবার বলি, যে গাড়ি নিয়ে এত কাণ্ড, তার কথা! শাহরুখের কাছে রয়েছে একটি লিমুজিন। হলিউডি ফিল্মে আমরা যেসব দেখি, যেখানে সব মাফিয়ারা বসেন কালো কাচ ঢাকা গাড়িতে, কিছুটা সেরকমই।তবে শাহরুখের লিমুজিন হলিউডের মারকাটারি ফিল্মের দেখানো গাড়িগুলির থেকেও বড়সড়। লম্বায় প্রায় ১০০ মিটার।

২০১৪ সালে সেই লিমুজিনে চড়েই দুবাইতে নিজের একটি রিয়েল এস্টেট প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ এবং গৌরী খান। সেই লিমুজিন গাড়িটিই নাকি মোদীকে ব্যবহার করার জন্য ধার দিয়েছিলেন শাহরুখ খান ২০১৮ সালে। কমনওয়েলথ সম্মেলনে অংশগ্রহণ করতে সেটিতে চেপে গ্রেট ব্রিটেনে গিয়েছিলেন মোদী।

৫২টি দেশের প্রতিনিধিদের নিয়ে ওই সম্মেলনে লিমুজিনের মতো লাক্সারি সেডানে চড়েই যেতেন মোদী। এবং সেটি নাকি শাহরুখের গাড়ি। মজার কথা, নিজের পরিবারের সদস্য ছাড়া মোদীই নাকি একমাত্র ব্যক্তি যিনি শাহরুখের লিমুজিনে চেপেছিলেন! তবে যদি কারোর মনে প্রশ্ন জাগে প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য তো নিজস্ব কনভয় রয়েছে। তাহলে তিনি সেসব বাদ দিয়ে শাহরুখের লিমুজিনের চড়তে গেলেন কেন?  তবে এ বিষয় নিয়ে দু’পক্ষই আর কথা বাড়াননি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes