jamdani

ফের বাবা হতে চলেছেন শাহিদ?

৩০ আগস্ট: এ যেন একের পর এক বাচ্চা হওয়ার হিড়িক পড়েছে বলিউডে। কিছুদিন আগেই করিনা-সইফ ঘোষণা করলেন, তাঁদের ফ্যামিলিতে আসতে চলেছে নতুন সদস্য। সেই খবর একটু আড়াল হতে না হতেই বিরুষ্কা অর্থাৎ বিরাট অনুষ্কাও জানিয়ে দিলেন মা-বাবা হতে চলেছেন তাঁরা।

এরই মধ্যে রটে যাওয়া খবর আবার মা হতে চলেছে মীরা রাজপুত। মেয়ে নিশা, ছেলে জইন-এর পর শাহিদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

কিন্তু আসল খবর তা নয়। গিমিক ছড়িয়ে পড়তে আজকাল একটুও দেরী হয়না। তাই কথাটা মীরা রাজপুতের কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আসল সত্যিটা। ইনস্টা স্টোরিতে জানালেন, আর নয়, তৃতীয় সন্তান? হাম দো হামারে দো!’ সম্প্রতি শেয়ার করেছিলেন চার বছর আগের প্রেগনেন্সির একটা সুন্দর স্মৃতি। আর নেটিজেনরা সেখান থেকেই ধরে নিয়েছিলেন, মীরা হয়ত আবার দিতে চলেছে খুশির খবর।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes