jamdani

সাজো সজনী হলুদে (তৃতীয় পর্ব)

সরস্বতী পুজো মানেই সকাল থেকেই সাজগোজের তোড়জোড়। তারপর বাড়ির পুজো শেষে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়া, আনন্দ করা— এ সবই এই পুজোর অন্যতম আকর্ষণ। যারা শাড়ি ঠিক মতো সামলাতে পারে না, তারাও এদিন শাড়িতেই নিজেকে সাজিয়ে তুলতে পছন্দ করে। সেরা শাড়ি, ইন্দো ওয়েস্টার্ন সঙ্গে সেরা সাজের প্রস্তুতি চলতে থাকে সপ্তাহখানেক আগে থেকেই। তা সত্ত্বেও কিছু না কিছু বাদ পড়েই যায়। তাই পুজোর আগে জেনে নিও সরস্বতী পুজোয় কীভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারো। দেখে নাও কিছু বাদ পড়েনি তো!

  • কালো হলুদের কম্বিনেশনের পোশাকে সরস্বতী পুজোর সকালে তুমি হয়ে ওঠো পারফেক্ট।

  • একই রঙে বান্ধবীর সঙ্গে সরস্বতী পুজোর সকালে স্পেশাল লুকে স্পেশাল হয়ে ওঠো তুমিও।

  • বাগদেবীর আরাধনা মানেই চিরাচরিত হলুদের ছোঁয়ায় ভিন্ন সাজ। শাড়ির সাজে না সেজে ইন্দো ওয়েস্টার্ন গাউনে এই পুজোতে হয়ে ওঠো বন্ধুদের মাঝে তুমিই মধ্যমণি।

  • স্কাই ব্লু আর অরেঞ্জ কালারের যুগলবন্দী, যেন এক অন্য মাত্রা আনে পোশাকে। আর তাই স্কাই ব্লু এর সঙ্গে সাদার কম্বিনেশনে ব্লাউজের সঙ্গে অরেঞ্জ কালারের শাড়িটি বেছে নিতেই পারো তুমি । সঙ্গে হালকা সাজ। সব মিলিয়ে পুজোর সকালের জমাটি আড্ডায় তুমিই হয়ে ওঠো অদ্বিতীয়া।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes