jamdani

‘ঋতাছন্দা’ সঙ্গীত প্রতিষ্ঠানের অভিনব প্রচেষ্টা

আধ্যাত্মিকতা আর ভারতীয় সংষ্কৃতিকে মিলিয়ে দেওয়ার একটি দীর্ঘ প্রচেষ্টা কয়েক বছর ধরে করে চলেছে ‘ঋতাছন্দা’। দেওঘরের দেব সঙ্ঘের শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর অনুপ্রেরণায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ-রাগিণীর মধ্যে দিয়ে ভারতীয় সংষ্কৃতি এবং আধ্যাত্মিকতাকে মেলাবার প্রয়াস নিয়েছে ‘ঋতাছন্দা’। এটি শুধুই একটি সঙ্গীত প্রতিষ্ঠানই নয়, এর কর্মকান্ড সুদূর প্রসারী। যা দেখতে দেখতে নয় বছর পার করে ফেলেছে। আর এই নবম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১১ মার্চ কলকাতার উত্তম মঞ্চে প্রতিষ্ঠানের তরফ থেকে আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ অনুষ্ঠানের।যার পরিবেশনার দায়িত্ব এস এন বি ফাউনইত্ত-এর।

‘ঋতা’– এক গভীর শব্দবন্ধ। এর অর্থ যিনি গভীরভাবে অতীতকে উপলব্ধি করতে পারেন, আবার যিনি একইসঙ্গে ভবিষ্যৎদ্রষ্টাও। ঋতা এক ছন্দের নাম। ঋকবেদে এই ছন্দের উল্লেখ রয়েছে। এই গোটা বিশ্বব্রহ্মান্ড ঋতা ছন্দের তালেই বয়ে চলেছে। এই যে ঋতু পরিবর্তনের ছন্দ, দিন-রাতের ছন্দ, সাগরে ঢেউয়ের ওঠা-পড়ার ছন্দ– সব কিছুই এই ঋতা ছন্দে বাঁধা। এই ছন্দই সত্যের আরাধনার মূলমন্ত্র। এই আরাধনাই নয় বছর ধরে করে আসছে ‘ঋতাছন্দা’ প্ৰতিষ্ঠান।

১১ মার্চ উত্তম মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। বিশিষ্ট ওড়িশিশিল্পী অলকানন্দা রায়, প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব দেবাশীষ কুমার এবং আরও অনেকে থাকবেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহন করবেন সারা দেশের নানা শিল্পীরা। সেতার বাজাবেন সাহানা বন্দ্যোপাধ্যায়, শাস্ত্রীয় সঙ্গীতে অনল চট্টোপাধ্যায় এবং ব্রজেশ্বর মুখোপাধ্যায় প্রমুখেরা। থাকছে দুটো নৃত্যানুষ্ঠান। সম্রাট দত্তের পরিচালনায় হবে ‘দশমহাবিদ্যা’ এবং অসীমবন্ধু ভট্টাচার্যের পরিচালনায় দেখা যাবে ‘ফায়ার’।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes