jamdani

কবিতা।। অর্গ্যাজম।। শোভন মণ্ডল।।

র‍্যাপার বদলে যায় হাতের তালুতে

গরম স্রোতের গায়ে ভীষণ আদর

গাড়িয়ে পড়ে হাওয়া-মুঠি জলরঙা লাভা

আঙুলের আদিম নকশায়

যেমন করে বসন্ত পেরোয়

পায়ে পায়ে মুকুলের ধুলো,

নগ্ন অস্তিত্বে কফির গন্ধে

নাইট ল্যাম্পে মুগ্ধতার আলটুসি আর

ঘুমের শব্দ ছুঁয়ে যায় স্তন-নাভি-পেট

তীব্র শীৎকারে নিভু নিভু শরীরে

গলে যায় গরম চকোলেট।

(অদ্বিতীয়া ম্যাগাজিনে ২০১৪, মার্চ সংখ্যায় প্রকাশিত)

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes