jamdani

কবিতা।।নারী-জায়া।।সোমনাথ বেনিয়া

চার চোখ থেকে গেছে যত অন্ধকার ছিল

নস্ট্যালজিক, পুরনো কথা মনে পড়লে ভাল

গাঁটছড়া সাত পাক জাঁতির মেঠো সিঁদুর

সংসার নদীতে ঢেউ জলে টাপুর-টুপুর

দেখেশুনে টুকিটাকি বুঝে নিলে সব

এখানে প্থিবী আকাশ বটম টু টপ

মায়ার তরে বাঁধা সম্পর্কের বেড়া

ধমনীর লাল সুতো কত বোঝাপড়া

এইভাবে এক থেকে বহু দ্শ্য শেষে

সুখ-দুঃখ সুরে গাঁথা সাংসারিক আমেজ

পথ চলতে চলতে কেউ জড়িয়েছে পা

কেন তুমি হাসলে কেউ ডেকেছি কি ‘মা’

(কবিতাটি অদ্বিতীয়া ম্যাগাজিনের ২০১২র সেপ্টম্বরঅক্টোবরএর সংখ্যায় প্রকাশিত। )

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes