হেমন্তের কুয়াশা যখন ঘিরে ফেলে অপরাহ্নকে,
শেষ বিকেলের সোনারোদ আলতো ছুঁয়ে থাকে
মহীরুহের শেষ ডালের পাতাগুলোকে,
ঠিক সেই সময়…
মনকেমনের বর্ণমালা নিজেদের সাজাতে থাকে
হৃদয়ের অভ্যন্তরে।
এক অপরূপ বেদনার মূর্চ্ছনা
ছেয়ে ফেলতে থাকে মনন, অস্তিত্বের অবয়বকে।
তোমায় ভীষণভাবে কামনা করি সেই মুহূর্তে…
তোমার পায়ের শব্দ, আলো-আঁধার অতিক্রম করে
তোমার হেঁটে আসার ভঙ্গী,
তোমার শ্বাস,
তোমার কাঁধে হাত রাখার নীরব আশ্বাস।
তুমি আছো, হয়তো বা নেই,
শুধু কল্পনার জগতে তোমার বিচরণ।
আধো ঘুম-আধো জাগরণের পৃথিবীতে
তোমার আগমন বা প্রস্থান অশরীরীর মতো।
তবু তুমি আছো।
অস্তিত্বের আকাশের সবটা জুড়ে
তোমারই উপস্থিতি ছবি এঁকে যায় গোধূলির রঙে।
তোমায় আকন্ঠ ধারণ করতে ইচ্ছা জাগে,
তোমার স্পর্শ-গন্ধ-শ্বাস-অস্ফুট কথার কোলাজ
তীব্র আকর্ষণের কামনা জাগায়।
থেকো, মহাকাশের নীহারিকার মতো,
থেকো, সমুদ্রের অতলের শ্যাওলা মাখা প্রস্তর খণ্ডের মতো,
থেকো ঝর্নার মধ্যে খুঁজে পাওয়া উপল হয়ে,
থেকো গভীর রাতে সেতারের ঝঙ্কারে আশাবরী হয়ে,
থেকো আমার আমি-র
এক মায়াময় কল্পরূপ প্রতিচ্ছবি হয়ে, আজীবন।।
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...
আজও এই শহরের সরু অলি-গলি তাকে নস্ট্যালজিক করে তােলে। তাই...