jamdani

পূর্বাভাস II লোকনাথ ভান্ডারী

পূবের মাঠে আগুন লেগেছে,
পশ্চিমের মাঠে শান্তি-ঘুম।
উড়ে যাচ্ছে জীবিত দেহ বাতাস-সাগরে।
রানওয়েতে পড়ে থাকা শিশুর
কান্নায় ভেসে যাচ্ছে পৃথিবী;
অমাবস্যার চাদর ক্রমশ ঢেকে
ফেলছে মায়েদের।
কীট-পতঙ্গের মতো মানুষও
হয়তো বেঁচে যাবে।
কিন্তু লজ্জায়
একবার নয়; বারংবার আত্মহত্যার
চেষ্টা করবে পৃথিবী।
ওদিকে এন্ডোমেডা গ্যালাক্সির
সময়েরা হাসছে;
কেঁদে কেঁদে
বলছে জেগে ওঠো রাষ্ট্র
নায়কেরা জেগে ওঠো…

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes