শুনেছি কোথায় যেন খুব বৃষ্টি হয়,
সেখানেই যাব আমি, রৌদ্রময় রুক্ষভূমি ছেড়ে;
অজানা পাহাড় ফুঁড়ে জল ঝরনার মতো হয়ে
সে ভূমিতে ঝরে যেন অবিরাম।
অথবা, নিবিড় যেখানে বন শান্তির বাতাসে দোলে,
সব গাছেদের ছায়া জড়ো হয় টুপটাপ ঝরে,
বুনো ঝড় থেকে সাদা, গোলাপী, লাল ফুল।
আমি বনশয্যায় নেব বিশ্রাম।
পাতার চাঁদোয়া দিয়ে দিন ও রাত্রির আকাশ,
তার সব রূপ দেখাবে আমায়;
থির থির সুখের যাপন সেখানেই হবে,
আমার আমিত্বের সাথে।
তারপর ক্রমে জেনে নেব আমি বৃহৎ কেমন,
আকাশে কখন কোন তারা জ্বলে নিভে,
দিনে অদৃশ্য থেকে সূর্যের আলোতে,
সাঁঝবাতি জ্বেলে দেবে রাতে।
**প্রকাশিত- অদ্বিতীয়া মার্চ ২০১৮ সংখ্যা
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...
আজও এই শহরের সরু অলি-গলি তাকে নস্ট্যালজিক করে তােলে। তাই...