jamdani

কবিতা || প্রত্নপ্রেম পরিদর্শনে || সুদীপ কুমার চক্রবর্তী

ফিরে এলাম নিঃশব্দে পুরনো প্রেম পরিদর্শনেতখন আশ্চর্য উষ্ণতা ছিল চারিদিকে – একদিন  এই পথই ছিল এ প্রেমের শ্রেষ্ঠ উপত্যকা ।এখানের নিরালা দুপুর  একসময় জেগে উঠতো আমাদের অলস গল্পগাঁথায়।উষ্ণতার আলিঙ্গনে চকিতে বৃষ্টি আসতো নেমে-ভিজে যেত বনপথ -ভিজে যেত ঘাস।তারপর সারা রাত চলতো  সে প্রেমের পথপরিক্রমা ।সত্যির সারবত্তা ছিল কি কোথাও! নাকি ছিল  না -ছিল শুধু রঙিন স্বপ্ন আর নিছকই কষ্ট কল্পনা !

তবু ছিলে – খুব কাছাকাছি ছিলে – সেই নিঃসঙ্গ অন্ধকারের প্রতি ছিল একনিষ্ঠ সমবেদনা ।দেখা হতো প্রতি রাতে মুখোমুখি অন্তরঙ্গ স্বপ্নের সাথে । সেখানেও তুমি ছিলে – ছিলে অতি প্রবলভাবেই। তবে তুমি  ছিলে সংলাপ বিহীন । আপাদমস্তক  আমাকে জড়িয়ে ছিলে ভাববিহ্বলে।সময়ের পরাজয় মেনে আজ আবার ফিরেছি একঅচেনা শ্রাবণে – এখানে  – পুরনো প্রেম পরিদর্শনে ।এসে দেখি এতটুকু উষ্ণতা নেই কোথাও – ধূসর হয়েছে সব সম্পর্কের রঙ – শুধু বিষাদ ছড়িয়ে আছে এখানে ওখানে ।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes