jamdani

কবিতা।। ছেলেটা।। যশোধরা রায়চৌধুরী

‘অবজেক্টস ইন দ্য রেয়ার উইন্ডো মে বি ক্লোজার দ্যান ইউ থিংক’

ও তোমাকে চায়?

হয়ত, নাচায়!

তাই কী, কিভাবে? ও তোমাকে বোঝে?

এটা একটা পি জে।

ওই কি সেই লোক?

অন্য কথা হোক।

ও তোমার ভাই?

ইউফোরিয়া, তাইই।

ও তোমার ছেলে?

কোথা থেকে এই গল্প পেলে?

গোপন প্রেমিক?

রিলিফ মানলাম, কিন্তু এতটা কমিক!

ও কি দুঃখ, শোক?

রিল্যাক্স, হে জটিল পাঠক!

ও তাহলে জাস্ট

একটু আধটু লাস্ট?

জানি না, অথচ

পারছি না খারাপ কথা ভাবা।

ও কি খুব কাছে?

না না, দূরে, বাবা!

ও কি খুব দূর?

এটা বলা ডাউটফুল, কেননা মুকুর

যেভাবে দেখায় সেটা ভুল, সবই ভুল।

আসলে আমার মনে আছে সেই মায়াবী মুকুল…

ছেলেটা ভীষণ অবসলিট, তবে ছেলেটার ছায়াটা

মারহাব্বা।

চালাক হবার দায় ছেড়ে আজ প্রেমে পড়ে গেলাম, যাঃ বাব্বা!

প্রকাশিতঃ অদ্বিতীয়া শারদ বরণ ১৪১৯ (২০১২)

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes