jamdani

ছোটবেলার স্বপ্নের গোলাপি ‘বার্বি হাউজ’, যাবেন নাকি সেই বার্বি-র অতিথি হতে?

বার্বি ডল আর তার গোলাপি বাড়ি- ছোটবেলায় অনেকেই খেলেছেন এই নিয়ে। ১৯৫৯ সালের ৯ মার্চ আমেরিকার মাটেল কোম্পানি প্রথম পরিচয় করায় বার্বি ডল-এর সঙ্গে। আজও এই পুতুলটি সারা বিশ্বে নিজের ছাপ বজায় রেখেছে। এবার এই পুতুলটি আসছে সিনেমার পর্দায়। যার জন্য বার্বির সেই খেলনা বাড়িকে বাস্তবে গড়ে তোলা হয়েছিল। শুটিং শেষ। এই বছরই মুক্তি পাবে ছবি।

সিনেমা শেষ বলে ভেঙে ফেলা হয়নি বার্বির আসল গোলাপি বাড়িকে। তার বদলে সেই বাড়িকে এখন ভাড়া দেওয়া হচ্ছে। এই দায়িত্ব নিয়েছে এয়ারবিএনবি (Airbnb)। এই সংস্থার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বার্বির বাড়ির ছবি শেয়ার করা হয়েছে সম্প্রতি। ছোটবেলার স্মৃতি উস্কে দিয়েছে এই ছবি। ফলে শুধু মুহূর্তে ভাইরাল হয়নি বার্বির বাড়ির ছবি, সঙ্গে এক-দুইদিনের জন্য এই প্রাসাদ ভাড়া নেওয়া যাবে কিনা তার খোঁজ নিচ্ছেন অনেক নেটিজেনরা।

আগামী ১৭ জুলাই থেকে স্পেশাল বুকিং শুরু হচ্ছে বার্বি ল্যান্ডে যাওয়ার জন্য। এয়ারবিএনবি-র ওয়েবসাইট থেকে (airbnb.co.in) বুকিং করা যাবে। কী রয়েছে এই বাড়িতে? ইনফিনিটি পুল, লম্বা বারান্দা, আউটডোর ডান্স ফ্লোর এবং কাজের জন্য অফিস ঘর- এই সব পাওয়া যাবে বার্বির গোলাপি প্রাসাদে। তবে রান্নাঘর, টিভি, শ্যাম্পু এবং হেয়ার ড্রায়ার থাকছে না এই খানে। তাহলে যাবেন নাকি শৈশবের বার্বির গোলাপি প্রাসাদে?

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes