jamdani

পল্লব রাজাদের শিল্পনৈপুণ্যের সাক্ষর রয়েছে এখানে

চেন্নাই থেকে ৭৬ কিমি দূরে কাঞ্চিপুরম ৬০ কিমি দূরে মামল্লাপুরম বা মহাবলীপুরমকাঞ্চিপুরমে রয়েছে বিখ্যাত বৈকুণ্ঠ পেরুমল মন্দির, কামাক্ষাদেবী মন্দির, কৈলাসনাথ মন্দিরইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত মামল্লাপুরমএখানে পঞ্চরথ মন্দির, শাের টেম্পল, গুহামন্দির প্রভৃতি দর্শনীয়। শৈব ও বৈষ্ণবধর্মের তীর্থক্ষেত্র মহাবলীপুরমবেলাভূমির তীরেই শাের মন্দিরএকই মন্দিরে পূজিত হন মহাদেব বিষ্ণুসূর্যোদয় সূর্যাস্তের আলােয় রঙিন হয়ে ওঠেন মন্দিরের দেবতারাপল্লব রাজাদের শিল্পনৈপুণ্যের সাক্ষর পঞ্চরথ মন্দির। এখানে রয়েছে অনুপম ভাস্কর্য আর শিল্পমণ্ডিত পাঁচটি মন্দিরমনে করা হয় এই মন্দিরগুলি পঞ্চপাণ্ডবেরমামল্লাপুরম থেকে ১৬ কিমি দূরে পক্ষিতীর্থমদেখে নিন ব্যালান্সড রকওঠা যায় লাইট হাউসের ওপরওএখানে একবার টিকিট কাটলেই সমস্ত দ্রষ্টব্য দেখা যাবে। বাসস্ট্যান্ডের কাছে রয়েছে পুরাতত্ত্ব মিউজিয়াম। 

যাওয়া- কলকাতা থেকে ট্রেনে চেন্নাই। চেন্নাই থেকে কাঞ্চিপুরম হয়ে বাসপথে মামল্লাপুরমকাঞ্চিপুরম থেকে ৬৫ কিলােমিটার দূরে মামল্লাপুরম অবস্থিতসময় লাগবে দেড় ঘণ্টা। এ ছাড়া চেঙ্গালপেট হয়ে বাস বদলেও মামল্লাপুরম আসা যায়। চেঙ্গালপেট থেকে মামল্লাপুরম ৩২ কিলােমিটার।  

থাকা- মামল্লাপুরমে তামিলনাড়ু বিচ রিসর্ট কমপ্লেক্স (০৪৪-২৭৪৪২৩৬১), ভাড়া ,৫০০ টাকা থেকেপ্রাইভেট হােটেল মামাল্লা ভবন (০৪৪২৭৪৪২২৫০), ভাড়া ১,৪০০,৬০০ টাকা। 

কেনাকাটা- পাথরে তৈরি স্কাল্পচার ঘর সাজানাের জন্যে কিনতেই পারেন। 

খাওয়াদাওয়া- এখানে এলে বাবুক্যাফে, ঈগলস নেস্ট, মামল্লা ভবনের কুইসিন খুবই প্রসিদ্ধ। 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes