jamdani

OTT প্ল্যাটফর্ম এবং অনলাইন নিউজ পোর্টালের কন্টেন্টের ওপর জারি হলো নির্দেশিকা

বেশ অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে জারি হলো নির্দেশিকা। OTT প্ল্যাটফর্ম এবং অনলাইন নিউজ পোর্টালের কন্টেন্টে নজরদারির বিষয় সাফ করে দিল কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে অনলাইন ফিল্ম এবং নিউজ কন্টেন্ট তথ্য-সম্প্রচারক মন্ত্রকের আওতাভুক্ত হবে।


রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা স্বাক্ষরিত এই নির্দেশিকাই বলা হয়েছে অনলাইনের যাবতীয় অডিও-ভিস্যুয়াল প্রোগ্রাম এবং বর্তমান সময়ের ঘটনা সম্বলিত বিষয়গুলিও কড়া নজরদারির মধ্যে রাখবে তথ্য-সম্প্রচার মন্ত্রক।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকরের নেতৃত্বে আই অ্যান্ড বি মন্ত্রকের আওতাধীন অনলাইন চলচ্চিত্র, ডিজিটাল সংবাদ এবং বর্তমান বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়েছে বলে ৯ নভেম্বর জারি করা এক নির্দেশিকায়।


নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টারের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি এখন প্রকাশ জাভাদেকরের নেতৃত্বে আই অ্যান্ড বি মন্ত্রনালয়ের দ্বারা পরিচালিত হবে।
অনলাইন কন্টেন্ট সরবরাহকারীদের দ্বারা উপলব্ধ অনলাইন চলচ্চিত্র এবং অডিও-ভিজ্যুয়াল প্রোগ্রামগুলি, এবং অনলাইন নিউজ এবং বর্তমান বিষয়াদি বিষয়বস্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে আনার আদেশ জারি করেছে কেন্দ্র।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes