jamdani

চুলের যত্নে কমলা লেবু

শরীর এবং ত্বকের যত্নে কমলা লেবুর উপকারীতা আমাদের সকলেরই জানা। তবে চুলের হাল ফেরাতেও যে এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা প্রায় অনেকেই জানেন না। কমলা লেবুতে রয়েছে ভিটামিন-সি, যা চুলের পুষ্টি জোগাতে এবং চুল সুন্দর রাখতে বিশেষ ভূমিকা পালন করে। ভাবছেন, কীভাবে ব্যবহার করলে উপকার পাবেন? অদ্বিতীয়ার পক্ষ থেকে রইল টিপস।

  • আপনার চুলের দৈর্ঘ্য বুঝে পরিমাণ মতো কমলা লেবু নিয়ে ভালোভাবে চটকে নিন।
  • এবার সেটি চুল এবং স্কাল্পে ভালোভাবে লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে নিন। শ্যাম্পু করার দরকার নেই। কন্ডিশনার লাগালেই হবে।
  • এটি নিয়মিত করলে চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য দুই-ই বাড়বে বৈ কমবে না। এছাড়াও চুলের বিভিন্ন প্রকার সমস্যাও দূর হবে।

চুল পড়া কমায়ঃ

ভরপুর ভিটামিন-সি থাকায় কমলা লেবুর রস প্রতিদিন স্কাল্পে লাগালে মাথায় রক্ত সঞ্চালন বেড়ে যায়। এতে চুল পড়ার সমস্যা দূর হয়। শুধু তাই নয় চুলের বৃদ্ধিতেও এই ঘরোয়া পদ্ধতিটি দারুন কাজে আসে।

আর্দ্রতা বজায় রাখেঃ

শীতে বেশিরভাগ মানুষের চুল এবং স্কাল্প শুষ্ক হয়ে যেতে শুরু করে। এর ফলে চুল নিষ্প্রাণ ও উসকোখুসকো দেখায়। কমলা লেবুতে ভিটামিন-সি ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা স্কাল্প এবং চুলের প্রয়োজনীয় আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।

  • এক্ষেত্রে নিয়মত কমলা লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে ভালো করে স্কাল্প ও চুলে লাগান।
  • ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রাখার পর ঘষে চুল ধুয়ে নিন।

স্কাল্পের প্রদাহ বা চুলকানি কমায়ঃ

কমলা লেবুতে থাকা বিশেষ উপাদান স্কাল্পের প্রদাহ বা চুলকানিভাব কমায়। এছাড়া খুসকির সমস্যাও কমে।

  • এক্ষেত্রে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন।
  • ওই গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন।
  • এই পেস্ট ভালোভাবে স্কাল্পে লাগিয়ে নিন।
  • ৩০ মিনিট পর ঈষদুষ্ণ জলে চুলটা ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।  

চুল উজ্জ্বল করেঃ

কমলা লেবুতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যাকটিভ এনজাইম রয়েছে, যা চুল উজ্জ্বল করার পাশাপাশি বাড়তে সাহায্য করে।

  • কমলা লেবুর রস নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন।
  • এরপর সাধারণ জলে চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

চুলের দুর্গন্ধ দূর করেঃ

  • নিয়মিত কমলা লেবুর রস স্কাল্পে লাগিয়ে ৩০ মিনিট – ১ ঘন্টা পর চুল ধুয়ে নিন। এতে চুল ও স্কাল্পের দুর্গন্ধ দূর হবে।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes