jamdani

নতুন প্রতিভাদের কাজের সুযোগ ‘ধ্রুবতারা’-র মাধ্যমে

আজকাল সিনেমা হোক কিংবা মেগা ধারাবাহিক অথবা ওটিটি সবেতেই কাস্টিং-এর একটা ভূমিকা রয়েছে। তা যতই কাস্টিং কাউচ নিয়ে কথা হোক না কেন, কাস্টিং ডিরেক্টর ছাড়া চলবে না। বিশেষ করে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁদের ছাড়া কাজই এগোবে না। কোন চরিত্রের জন্য কোন অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন তা দেখাই কাজ এঁদের। মুম্বই ইন্ডাস্ট্রির মতো এখন এখানেও কাস্টিং ডিরেক্টর বা এজেন্সির প্রচলন হয়েছে।

টলিউডের তরুণ প্রযোজক শুভ গঙ্গোপাধ্যায় এবার শুরু করছেন এক অন্য ধরনের প্রতিভা এবং কাস্টিং ম্যানেজমেন্ট এজেন্সি, নাম ‘ধ্রুবতারা’। তাঁর সঙ্গে রয়েছেন মিডিয়া প্রশিক্ষণ/গ্রুমিং প্রশিক্ষক দেবলীনা চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র জগতের নতুন-পুরনো শিল্পীদের উপস্থিতিতে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হোল ‘ধ্রুবতারা’-র। ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রাহুল দেব বোস, দিব্যশা দাস, অঙ্গনা রায়, আর্য দাশগুপ্ত, মেখলা দাশগুপ্ত, গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্যায়, তনিকা বসু, গায়ক-সুরকার রণজয় ভট্টাচার্য প্রমুখ।

নতুন প্রতিভা এবং কাস্টিং ম্যানেজমেন্টের উপর অন্যরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে। শুধু অভিনেতা নয়, সঙ্গীতশিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক, অর্থাৎ সব বিভাগেই গ্রুম করা হবে। ধ্রুবতারা   মেধাবীদের গাইড করা থেকে সঠিক কেরিয়ার,  জীবনধারা, সাজসজ্জা, সামাজিক মিডিয়া উপস্থিতি মতো বিষয়গুলোর উপরও প্রশিক্ষণ দেবে। এইখান থেকে নতুন প্রতিভারা তাঁদের কর্মক্ষেত্রে নিজেদের জায়গা করে নিতে পারবেন। এখানে বিভিন্ন গুণী শিল্পীদের দিয়ে ওয়ার্কশপও করানো হবে, এমনটা জানালেন শুভ।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes