jamdani

‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল!’-এর ট্রেলার মুক্তি পেতেই পরিচালককে নোটিশ

এক নতুন হিন্দি ছবি নিয়ে বিতর্ক শুরু বাংলায়। ছবির নাম ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল!’ ছবিটির পরিচালক সানোজ মিশ্র। সোশ্যাল মিডিয়াতে এই ছবির ট্রেলার সামনে আসতেই নড়ে চড়ে বসেছে বাংলার পুলিশ। পরিচালককে পাঠানো হয়েছে আইনি নোটিস। যেহেতু পরিচালক সানোজ মুম্বইবাসী, তাই মুম্বইয়ের ওসিওয়াড়া থানার পুলিশের হাত দিয়েই আইনি নোটিস পাঠানো হয়েছে তাঁকে। পুলিশের অভিযোগ এই ছবির মধ্যে দিয়ে বাংলার সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য শুধু ডাকা হয়নি দ্রুত এর জবাবও চাওয়া হয়েছে।

কিছুদিন আগে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, সুদীপ্তর ছবিতে যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তি-শৃঙ্খলার জন্য বিপজ্জনক। এই নির্দেশের বিরুদ্ধে ছবির পরিচালক-প্রয়োজককে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখান থেকে আদেশ জারি হওয়ার পর আবার ‘দ্য কেরালা স্টোরি’ বাংলায় মুক্তি পায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল!’ ছবির ট্রেলার সামনে এলো।

বাংলার পুলিশের তরফ থেকে আইনি নোটিস পেয়ে সংবাদ সংস্থা এএনআইকে ছবির পরিচালক সানোজ জানিয়েছেন, “বাংলার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ছবি তৈরি করা হয়নি। আমরা বাস্তবটা তুলে ধরেছি। ছবিটা ভালোভাবে গবেষণা করার পরই তৈরি করা হয়েছে”।

 

ট্রেলারে কী দেখা গিয়েছে? ছবিতে ব্যবহার করা হয়েছে বাংলায় ঘটে যাওয়া কিছু ঘটনার সংগৃহীত ভিডিয়ো। এই ভিডিয়োতে বাংলার রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের মতো করেই চরিত্ররা সংলাপ বলেছেন। ট্রেলারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে একটি চরিত্রকেও দেখা গিয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন জিতেন্দ্র নারায়ণ সিং, তাপস মুখোপাধ্যায় এবং অচিন্ত্য বসু। ছবির ট্রেলারে কোনও পরিচিত অভিনেতাদের দেখা যায়নি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes