jamdani

No  অ্যাডিকশন

অনেক বাবা মাকে এখন গর্বের সঙ্গে বলতে শোনা যায়, ‘ আমার ছেলে/মেয়ে তো মোবাইলের কোথায় কী থাকে সব জানে। ইউটিউব চালিয়ে কার্টুন দেখতে পারে, এমনকি ছবিও তুলতে পারে’। কিন্তু জানেন কি, এই আপাত গর্ব আপনার সন্তানের গর্ব আপনার সন্তানের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতি করছে। বিশদ আলোচনায় মনোবিদ দীপালি লাহিড়ি।
মনোবিদ দীপালি লাহিড়ি বলেন, ‘ কখনও সন্তানের কান্না থামাতে বা কখনও খাবার খাওয়ানোর জন্য, আবার কখনও এমনিই আবদার মেটাতে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়। একইভাবে টিভির সাহায্য নিয়ে থাকেন অবিভাবকেরা। আসলে ছোটো থেকে বিনোদনের এতো জিনিস এখনকার বাচ্চারা হাতের সামনে পেয়ে যায় এবং তাতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়ে যে, তার থেকে কম স্টিমুলেটিং কোনও জিনিস তাদের আকৃষ্ট করে না। যা মনঃসংযোগে সমস্যা তৈরি করে। দেখবেন কম্পিউটার সংযুক্ত কোনও কাজ তারা সহজে করে ফেলেছে, কিন্তু চাপ পড়ে পড়ার ক্ষেত্রে, বিরাট ফাঁকথেকে যায় সেখানে’।


তাই মনোবিদের কথামতো, শুরু থেকে যত্নবান হোন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তার জন্য অবশ্যই নিজেদের লাইফস্টাইলেও খানিক বদল আনতে হবে।
প্রথমেই মনে রাখবেন, বাচ্চারা যা দেখে তা-ই অনুকরণ করে। তাই নিজেকে বাচ্চার সামনে মোবাইল থেকে দূরে রাখুন। ওকে বোঝান, এটি দূরের মানুষের সঙ্গে কথা বলার মাধ্যম ছাড়া আর কিছু নয়। ভুলেও ওর সামনে মোবাইল গেম খেলা, ভিডিও দেখা বা গান শুনবেন না। খাটের ওপর না বেড সাইড টেবিল – মোদ্দা কথা , বাচ্চা নাগাল পায় এমন কোনও জায়গায় মোবাইল রাখবেন না।


বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল বা টিভি নয়, সাহায্য নিন গল্পের। মুখে মুখে গল্প বলার থেকে ছবি দেওয়া বই নিয়ে গল্প বলুন। এতে বাচ্চার পড়ার অভ্যাস গড়ে। আর ছবিগুলি তাকে মজাও দেবে।
বেডরুমে টিভি রাখবেন না। এতে অবসর সময়ে টিভি দেখতে মন চাইবে। এতে আপনার বাচ্চার টিভি দেখার অভ্যাস হবে। বদলে ছবি আঁকা, পাজেল সলভের মতো গেম দিতে পারেন।


আজকাল টিভিতে অনেক শো হয়, যা বাচ্চাদের চিন্তাভাবনাকে উন্নত করে। যেমন ট্রাভেল বা অ্যানিমেল ওয়ার্ল্ড ইত্যাদি। সেগুলো দেখতে দিতে পারেন। কার্টুনও দেখতে দিতে পারেন, তবে তার জন্য নির্দিষ্ট সময় করে দিন। খেয়াল রাখুন, যাতে বাচ্চার অ্যাডিকশন তৈরি না হয়।
চেষ্টা করুন বিকেলটা বাচ্চাকে নিয়ে বাইরে বার হতে। এতে বাইরের জগতের সঙ্গে ওর পরিচয় বাড়বে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes