jamdani

নিক জোনাস-এর বলিউড ডেবিউ! স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী

এ বার নিকের বলিউড এন্ট্রি নিয়ে শুরু হল জল্পনা। সদ্য এক সাক্ষাত্‍কারে বলিউডকে ‘ফেনোমেনাল ইন্ডাস্ট্রি’ হিসেবে ব্যখ্যা করেছেন নিক।

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া বিদেশেই বেশিরভাগ সময়টা থাকেন। তিনি ভারতে আসেন কম। যদিও বিয়ের পর বলিউড ছবিতে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা।  বিদেশে থাকলেও দেশের নানা উত্সবে ভারতীয় কায়দায় মেতে উঠতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

প্রিয়ঙ্কা চোপড়াকে যেমন বিভিন্ন হলিউড প্রোজেক্টে দেখা যাচ্ছে, এবার তাঁর স্বামী নিক জোনাসকেও কি ভবিষ্যতে কখনও বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যাবে? এই প্রসঙ্গে সরাসরি নিজের মতামত জানিয়ে দিলেন নিক জোনাস।

তৃতীয় বিবাহবার্ষিকী বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের। সেলিব্রেট করার মাঝেই একটি সাক্ষাতকারে নিক জোনাসকে বলিউড ছবিতে অভিনয়ের প্রসঙ্গে কথা বলতে দেখা গেল। একটি সাক্ষাৎকারে নিক জোনাস বলেন, ‘আমি বলিউড ছবি খুবই পছন্দ করি। প্রিয়াঙ্কাকে স্ত্রী হিসেবে জীবনে পাওয়ার পর বলিউড ছবি সম্পর্কে আরও বেশি সহজ হয়েছি। বলিউড ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু আছে। তাই হিন্দি ছবির জগতে কাজ করার মতো যদি তেমন সুযোগ আসে, কে বলতে পারে, হয়তো তখনই হ্যাঁ বলে দেব।’

বলিউডের গান প্রসঙ্গে নিক জোনাস বলেন, ‘আমার মনে হয় বলিউডের সমস্ত গানই অসাধারণ। ডান্স হোক কিংবা পার্টি, এমনকি হাউজ পার্টির ক্ষেত্রেও বলিউড মিউজিক ভীষণ সুন্দর।’

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes