jamdani

প্রয়াত নারায়ণ দেবনাথ

প্রয়াত হাঁদা-ভোঁদার স্রষ্টা নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৭ বছর।

সকলের ছেলেবেলা কেটেছে তাঁর লেখা পড়েই। হাঁদা-ভোঁদা থেকে নন্টেফন্টে, বাঁটুল দ্য গ্রেটের মতো সেরা কমিক্সগুলো তাঁরই অনবদ্য সৃষ্টি। ১৮ জানুয়ারি ২০২২-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত লেখক নারায়ণ দেবনাথ।

আরও পড়ুন, ওরা যা বললেন

গতবছরের শেষ অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকেই কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্লাড স্টুলের সমস্যা নিয়ে চিকিৎসা চলছিল তাঁর। এরই মাঝে গত বৃহস্পতিবার তিনি পদ্মশ্রী পুরস্কার পান। তবে ১৫ জানুয়ারি, শনিবার শারীরিক অবনতি হতে থাকলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে অবস্থা আরও খারপ হলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তবে চলে গেলেই যে যাওয়া হয় না। স্মৃতিতে এবং আগামী প্রজন্মের ছেলেবেলার দিনগুলোতেও উজ্জ্বল নক্ষত্রের মতো সর্বদা জেগে থাকবেন তিনি।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes