jamdani

যে কোনও অনুষ্ঠানে মা ও মেয়ের ফ্যাশন প্ল্যানিং

কাজ হোক কিংবা সাজ, মা ও মেয়ের ভারী সুন্দর বন্ডিং। দুজনের স্টাইল স্টেটমেন্টই বলে দেয় সেই রিয়েল লাইফ কেমিস্ট্রির কথা। যে  অনুষ্ঠানে তাদের ফ্যাশন প্ল্যানিং তারা শেয়ার করলেন অদ্বিতীয়া ম্যাগাজিনে। 

সাটিনের ওপর ডিজিটাল প্রিন্ট করা জ্যাকেটটির কলার আর স্লিভস বর্ডারে গ্রেডওয়র্ক দিয়ে হাইলাইট করা। সঙ্গে চওড়া বেল্ট আর সিকোয়েন্স ওয়র্কড বুটস বাড়িয়েছে স্টাইল কোশেন্ট।

 

নেটের ওপর থ্রেডওয়র্ক করা লং স্কার্ট-এর সঙ্গে টিম আপ করে পরেছেন এমব্রয়ডারি ওয়র্ক করা, অ্যাসিমেট্রিক কাটের ডিজাইনার টপ। বডি ডিফাইনিং স্টেটমেন্ট বেল্ট ভ্যালু অ্যাড করেছে সাজে।

 

 

পোশাকঃ কেয়া শেঠ এক্সক্লুসিভ

ফোনঃ ০৩৩-৪০৬৫-৫০৬

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes